আরও পড়ুন: শান্তিপুরে অত্যাধুনিক লঞ্চের উদ্বোধন, নদী পারাপারে আরও কম সময় লাগবে
এই রাস্তাটি উত্তরবঙ্গের সঙ্গে দক্ষিণবঙ্গের যোগাযোগের অন্যতম প্রধান সড়ক। সেটি বেহাল অবস্থায় পড়ে থাকায় ভোগান্তির মুখে পড়ছিল হাজার হাজার মানুষ। ইতিমধ্যেই জোর কদমে চলছে সংস্কারের কাজ। যতদিন কাজ চলবে ততদিন একটু ভোগান্তির মুখে পড়তে হবে এলাকাবাসীকে। তবে কাজ শেষ হয়ে গেলেই তাঁরা যে অনেকটা স্বস্তি পাবেন তা আর বলার অপেক্ষা রাখে না।
advertisement
রাস্তা সারাইয়ের পাশাপাশি এই রাজ্য সড়কটি আগের থেকে চওড়া করা হবে বলে জানিয়েছেন বড়ঞা পঞ্চায়েত সমিতির পূর্ত ও পরিবহণ কর্মাধ্যক্ষ মাহে আলম। কুলি থেকে ফুটিসাঁকো পর্যন্ত রাস্তার বেহাল দশার জন্য মাঝেমধ্যেই দুর্ঘটনা ঘটছিল। এই রাস্তা সারাইয়ের জন্য বারবার প্রশাসনের কাছে দরবার করেছে এলাকার মানুষ। এমনকি একটা সময় রাস্তাটি সংস্কারের দাবিতে আন্দোলন পর্যন্ত করেন বহরমপুরের সাংসদ অধীর চৌধুরী। অবশেষে সেই রাস্তা সারাইয়ের কাজ শুরু হওয়ায় হাসি ফুটেছে মুর্শিদাবাদের মানুষের মুখে।
কৌশিক অধিকারী