হোম /খবর /নদিয়া /
অত্যাধুনিক লঞ্চ পেল শান্তিপুর, নদী পারাপারের সময় অনেকটা কমে যাবে

Nadia News: শান্তিপুরে অত্যাধুনিক লঞ্চের উদ্বোধন, নদী পারাপারে আরও কম সময় লাগবে

X
title=

শান্তিপুর পুরসভা সূত্রে জানা গিয়েছে, এই অত্যাধুনিক লঞ্চটি আপাতত যাত্রী পারাপারের কাজেই ব্যবহার হবে। তবে পরবর্তীকালে টুরিস্ট লঞ্চ হিসেবেও এটি কাজে লাগানো হতে পারে।

  • Share this:

নদিয়া: অত্যাধুনিক লঞ্চ পেশ শান্তিপুর। ফলে এবার আরও কম সময়ে নদী পারাপার করতে পারবেন এখানকার বাসিন্দারা। মঙ্গলবার এই লঞ্চের উদ্বোধন করেন রাজ্যের পরিবহম মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। উপস্থিত ছিলেন শান্তিপুরের বিধায়ক ব্রজকিশোর গোস্বামী এবং পুরপ্রধান সুব্রত ঘোষ।

আরও পড়ুন: গাছে হাড়ি বেঁধে পাখিদের বাড়ি তৈরি! অভিনব পথে পড়ুয়াদের প্রকৃতি পাঠ

শান্তিপুর পুরসভা সূত্রে জানা গিয়েছে, এই অত্যাধুনিক লঞ্চটি আপাতত যাত্রী পারাপারের কাজেই ব্যবহার হবে। তবে পরবর্তীকালে টুরিস্ট লঞ্চ হিসেবেও এটি কাজে লাগানো হতে পারে। নদিয়ার শান্তিপুর গুপ্তিপাড়া ঘাটে ফিতে কেটে এই লঞ্চের উদ্বোধন করেন রাজ্যের পরিবহণ মন্ত্রী।

দীর্ঘদিন ধরে রাজ্যের কাছে একটি অত্যাধুনিক লঞ্চের জন্য দরবার করে আসছিল শান্তিপুর পুরসভা। স্নেহাশিস চক্রবর্তী পরিবহণ মন্ত্রী হওয়ার পর সেই দাবি মেনে অর্থ বরাদ্দ করেন। এর ফলে শান্তিপুরের সাধারণ মানুষ যেমন উপকৃত হলেন তেমনই প্রয়োজনে এই অত্যাধুনিক লঞ্চ ব্যবহার করে শান্তিপুরের বিভিন্ন ঘাটকেজুড়ে ট্যুরিজম প্রজেক্ট চালু করতে পারবে পুরসভা। এই অত্যাধুনিক লঞ্চ চালু হওয়ার খবর পেয়ে খুশি শান্তিপুরের মানুষ। তবে কবে থেকে এই লঞ্চটি পরিষেবা দেওয়া শুরু করবে সে বিষয়ে এখনও কিছু জানানো হয়নি।

মৈনাক দেবনাথ

Published by:Ananya Chakraborty
First published:

Tags: Ganges, Nadia news, Santipur