Uttar Dinajpur News: গাছে হাড়ি বেঁধে পাখিদের বাড়ি তৈরি! অভিনব পথে পড়ুয়াদের প্রকৃতি পাঠ
- Reported by:PIYA GUPTA
- news18 bangla
- Published by:kaustav bhowmick
Last Updated:
গাছে রং বেরংয়ের হাঁড়ি বেঁধে দেওয়া হয়েছে, যাতে পাখিরা এসে বাসা বাঁধতে পারে। স্কুলের প্রধান শিক্ষক জানালেন, এই ভাবেই পরিবেশ সচেতনতার পাঠ দেওয়া হচ্ছে পড়ুয়াদের।
উত্তর দিনাজপুর: পাখিরা যাতে মজবুত বাসার মধ্যে থাকতে পারে তার জন্য গাছে হাড়ি বাঁধছে স্কুল ছাত্ররা। কালিয়াগঞ্জের পুরিয়া মহেশপুর উচ্চবিদ্যালয়ের ঘটনা। গাছে রং বেরংয়ের হাঁড়ি বেঁধে দেওয়া হয়েছে, যাতে পাখিরা এসে বাসা বাঁধতে পারে। স্কুলের প্রধান শিক্ষক জানালেন, এই ভাবেই পরিবেশ সচেতনতার পাঠ দেওয়া হচ্ছে পড়ুয়াদের।
ছোটবেলায় চড়ুই, ঘুঘু পাখিদের চারিদিকে উড়ে বেড়াতে দেখা যেত। এখন তাদের আর সেভাবে দেখতে পাওয়া যায় না। সেই হারিয়ে যেতে বসা পাখিগুলোকে নিরাপদ আশ্রয় দিতেই উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জের এই স্কুলটির এমন অভিনব উদ্যোগ।
advertisement
গ্রামবাসীরা জানিয়েছে, হাড়ি বাঁধা বাসায় প্রতি সন্ধেয় এসে আশ্রয় নেয় পাখিরা। এর ফলে গোটা পরিবেশটাই বদলে যায়। পাখিদের কলকাকলিতে মুখরিত হয়ে ওঠে গোটা গ্রাম। গ্রামের পরিবেশের এই বদলে খুশি সকলে। আর এর জন্য মহেশপুর উচ্চবিদ্যালয়ের শিক্ষক এবং ছাত্রদের সকল কৃতিত্ব দিচ্ছেন তাঁরা। এদিকে পড়ুয়ারা জানিয়েছে, বড় হয়েও তারা পরিবেশ ও পাখিদের সংরক্ষণের জন্য কাজ করে যাবে।
advertisement
পিয়া গুপ্তা
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
May 16, 2023 5:36 PM IST
বাংলা খবর/ খবর/উত্তর দিনাজপুর/
Uttar Dinajpur News: গাছে হাড়ি বেঁধে পাখিদের বাড়ি তৈরি! অভিনব পথে পড়ুয়াদের প্রকৃতি পাঠ








