South 24 Parganas News: কংক্রিটের বদলে ইটের রাস্তা চাইছেন গ্রামবাসীরা! আজব দাবি রায়দিঘিতে

Last Updated:

কংক্রিটের বদলে ইটের রাস্তা চাওয়ার এই ঘটনাটি রায়দিঘির নন্দকুমারপুরের। সেখানে পথশ্রী প্রকল্পের অধীনে কংক্রিটের রাস্তা তৈরির কাজ চলছে। কিন্তু গ্রামবাসীদের অভিযোগ, নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা তৈরি করছেন ঠিকাদার।

+
title=

দক্ষিণ ২৪ পরগনা: সর্বত্র যখন ইটের রাস্তা বদলে কংক্রিটের করার কাজ চলছে তখন রায়দিঘিতে উলটপুরাণ। গ্রামবাসীরা দাবি জানালেন, কংক্রিটের নয়, তাঁদের ইটের রাস্তাই ভাল! এমন আশ্চর্য দাবির কারণ কী? কংক্রিটের বদলে ইটের রাস্তার দাবির কারণ খুঁজতে গিয়েই উঠে এল এক চাঞ্চল্যকর তথ্য। নিম্নমানের সামগ্রী দিয়ে কংক্রিটের রাস্তা তৈরি অভিযোগ গ্রামের মানুষের। তাঁদের বক্তব্য, খারাপ সামগ্রী দিয়ে কংক্রিটের রাস্তা তৈরি করলে তা দু’দিনেই নষ্ট হয়ে যাবে। তখন জায়গায় জায়গায় ভাঙাচোরা, গর্ত তৈরি হওয়া রাস্তা দিয়ে চলাফেরা করা কঠিন। তার থেকে পুরনো ইট বিছানো রাস্তা অনেক ভাল।
কংক্রিটের বদলে ইটের রাস্তা চাওয়ার এই ঘটনাটি রায়দিঘির নন্দকুমারপুরের। সেখানে পথশ্রী প্রকল্পের অধীনে কংক্রিটের রাস্তা তৈরির কাজ চলছে। কিন্তু গ্রামবাসীদের অভিযোগ, নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা তৈরি করছেন ঠিকাদার। বিষয়টি প্রশাসনের বিভিন্ন স্তরে জানালেও কোনও ফল হয়নি। আর তাই গ্রামের মানুষ রাস্তা তৈরির কাজ বন্ধ করে দিয়েছে। বদলে ইট বিছানো রাস্তা ফিরিয়ে দেওয়ার দাবি জানানো হয়েছে।
advertisement
advertisement
যদিও গ্রামবাসীদের এই অভিযোগ মানতে নারাজ ঠিকাদার। তাঁর দাবি, পথশ্রী প্রকল্পের নিয়ম মেনেই সমস্ত রাস্তা তৈরির কাজ হচ্ছে। গ্রামবাসীদের বাধায় সেই কাজ ব্যহত হচ্ছে বলেও তিনি ক্ষোভ প্রকাশ করেন। এই প্রসঙ্গে মথুরাপুর-২ ব্লকের বিডিও নাজির হোসেন জানান, রাস্তাটি পথশ্রী প্রকল্পের অধীনে নির্মাণ করা হচ্ছিল। রাস্তার সমস‍্যা নিয়ে বিডিও অফিসে গ্রামবাসীরা আবেদন জানিয়েছেন। তিনি পরিস্থিতি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব‍্যবস্থা নেবেন।
advertisement
নবাব মল্লিক
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South 24 Parganas News: কংক্রিটের বদলে ইটের রাস্তা চাইছেন গ্রামবাসীরা! আজব দাবি রায়দিঘিতে
Next Article
advertisement
SIR Update: কবে বাড়িতে আসবেন বিএলও, কীভাবে জানবেন ভোটার? বাড়িতে না থাকলে কি SIR-এ নাম কাটা যাবে? জবাব দিল কমিশ
কবে বাড়িতে আসবেন বিএলও, কীভাবে জানবেন ভোটার? বাড়িতে না থাকলে কি নাম কাটা যাবে? জেনে নিন
  • এসআইআর নিয়ে আশ্বস্ত করল নির্বাচন কমিশন৷

  • কবে বাড়িতে আসবেন বিএলও?

  • নাম কাটা যাওয়ার ভয় দূর করলেন রাজ্যের সিইও৷

VIEW MORE
advertisement
advertisement