TRENDING:

WB Panchayet Election 2023: রাতভর বিক্ষোভ, পুলিশের গাড়ি লক্ষ্য করে ইট বৃষ্টি, নির্বাচনের পরও বিরাট অশান্তি!

Last Updated:

WB Panchayet Election 2023: ভোট পরবর্তী হিংসা অব্যাহত মুর্শিদাবাদ জেলাতে। এবার মুর্শিদাবাদ জেলাতে খড়গ্রাম ব্লকের নগরে DCRC সেন্টারের বাইরে অবৈধ জমায়েত হটাতে গিয়ে পুলিশের গাড়ি লক্ষ্য করে ইট বৃষ্টি করা হল।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুর্শিদাবাদঃ ভোট পরবর্তী হিংসা অব্যাহত মুর্শিদাবাদ জেলাতে। এবার মুর্শিদাবাদ জেলাতে খড়গ্রাম ব্লকের নগরে DCRC সেন্টারের বাইরে অবৈধ জমায়েত হটাতে গিয়ে পুলিশের গাড়ি লক্ষ্য করে ইট বৃষ্টি করা হল।
advertisement

সোমবার খড়গ্রাম ব্লকের অন্তর্গত তিনটে বুথে পুনঃনির্বাচন করা হবে। সেই কারণেই নগরে অবস্থিত DCRC সেন্টারে মধ্যে ব্যালট বক্স রেডি করা হচ্ছিল। আর তখনই এলাকার বাসিন্দারা ১৪৪ ধারা কে উপেক্ষা করে DCRC সেন্টারের বাইরে অবৈধ ভাবে জমায়েত করে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় খড়গ্রাম থানার ওসি সুপ্রিয় মাঝির নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী। পুলিশ পৌঁছে অবৈধ জমায়েত সরাতে গেলে পুলিশকে লক্ষ্য করে ইট বৃষ্টি করা হয় বলে অভিযোগ। যার কারণে ওসির গাড়ির কাঁচে ইট লাগে এবং ক্ষতিগ্রস্ত হয় গাড়ি। ঘটনার জেরে মোতায়েন করা হয়েছে কেন্দ্রীয় বাহিনী জওয়ান। সোমবার পুর্নঃনির্বাচনের আগে এই ঘটনার জেরে তীব্র উত্তেজনা ছড়ায় নগরে।

advertisement

আরও পড়ুন :  পঞ্চায়েতের পুনির্বাচনে আজ প্রতি বুথে ‘এক সেকশন’ কেন্দ্রীয় বাহিনী

আরও পড়ুন:  বর্ধমানের শিব মন্দিরে একী ঘটল! ভগবানের অবাক লীলা! হাজার হাজার ভক্তের ভিড়!

View More

অন্যদিকে রবিবার রাতে লালগোলায় থানা ঘেরাও করে বিক্ষোভে তৃণমূল কংগ্রেস। ভোট পরবর্তীতে মুর্শিদাবাদ জেলার লালগোলায় বেশ কিছু জায়গায় তাজা বোমা উদ্ধার করা হয়। এবার সেই ঘটনার জেরে থানা ঘেরাও করল শাসকদল তৃণমূল কংগ্রেস। ভোটের পরেও মুর্শিদাবাদ জেলার লালগোলার বিভিন্ন এলাকা থেকে তাজা বোমা উদ্ধার করা হয় ও এলাকায় সন্ত্রাসের প্ৰতিবাদে লালগোলা থানা ঘেরাও করে বিক্ষোভ দেখানো হল রবিবার রাতে তৃনমুল কংগ্রেসের পক্ষ থেকে । লালগোলা ব্লক তৃনমুল কংগ্রেসের নেতৃত্বে বিক্ষোভ চলে রবিবার রাতে লালগোলা থানার সামনে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
'আসছে বছর আবার হবে'! দিঘার সমুদ্রে বিলীন দেবী দুর্গা, ঢেউয়ের গর্জনে মিশল বিদায়ের সুর
আরও দেখুন

কৌশিক অধিকারী

বাংলা খবর/ খবর/মুর্শিদাবাদ/
WB Panchayet Election 2023: রাতভর বিক্ষোভ, পুলিশের গাড়ি লক্ষ্য করে ইট বৃষ্টি, নির্বাচনের পরও বিরাট অশান্তি!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল