Mysteries Shiva Temple Video : বর্ধমানের শিব মন্দিরে একী ঘটল! ভগবানের অবাক লীলা! হাজার হাজার ভক্তের ভিড়!
- Published by:Piya Banerjee
- hyperlocal
- Reported by:NAYAN GHOSH
Last Updated:
Mysteries Shiva Temple Video : বর্ধমানের শিব মন্দিরে যা ঘটল, ভিডিও দেখলে অবাক হবেন!
পশ্চিম বর্ধমান : পাথরের শিবমূর্তি। পাশেই নন্দী মহারাজের মূর্তি। মুখের সামনে চামচে জল ধরলেই নিমেষে উধাও হচ্ছে জল। ঘটনার খবর চাউর হতেই মন্দির চত্বরে ভক্তের ভিড়। অন্ডাল থানার অন্তর্গত মধুসূদনপুর কোলিয়ারি এলাকার একটি শিব মন্দিরের ঘটনা।
স্থানীয়রা বলছেন, রবিবার বেলা বারোটা নাগাদ হঠাৎ শিব মন্দিরে পুজো দিতে আসেন এক ভক্ত। তিনি লক্ষ্য করেন, নন্দী মহারাজের মুখের সামনে জল ধরলেই উধাও হচ্ছে জল। পাশেই রয়েছে ভগবান শিবের পাথরের মূর্তি। ভগবান শিবের মুখের কাছে জল ধরলেও উধাও সেই জল। ভগবান শিব এবং নন্দী দেব জল পান করছেন। যে খবর ছড়িয়ে পড়ে মুহূর্তেই।
advertisement
আরও পড়ুন: শাহরুখ থেকে সলমন! বলিউডের এই দশ তারকা মাসে কত লক্ষ টাকা বিদ্যুতের বিল দেয় জানেন? আঁতকে উঠবেন!
advertisement
খবর জানাজানি হতেই, মন্দির চত্বরে লেগেছে ভক্তের ভিড়। শুরু হয়েছে পূজা অর্চনা। এর পিছনে কি বৈজ্ঞানিক কারণ আছে? জানা নেই এলাকাবাসীর। তবে ভগবান শিব ও নন্দী মহারাজ জল পান করছেন এটা সত্য – এমনটাই বলছেন স্থানীয়রা। মধুসূদনপুর কোলিয়ারি এলাকার হৃদয়রাম গুপ্তা নামে এক ব্যক্তি জানিয়েছেন, ভগবান শিব ও নন্দী মহারাজের মূর্তি জল পান করছেন। দুপুর থেকেই প্রচুর ভক্ত মন্দির চত্বরে আসতে শুরু করেছেন। তবে এই জল খাওয়ার ঘটনা কিন্তু এর আগেও অনেক জায়গায় শোনা গিয়েছে। এর পিছনে একটি বৈজ্ঞানিক কারণও থাকে। যা এর আগে বহুবার প্রমাণ হয়েছে। তবে এই মন্দিরের ঘটনা নিয়ে এখনও কোনও বৈজ্ঞানিক যুক্তি জানা যায়নি!
advertisement
Nayan Ghosh
Location :
Kolkata,West Bengal
First Published :
July 09, 2023 9:27 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিম বর্ধমান/
Mysteries Shiva Temple Video : বর্ধমানের শিব মন্দিরে একী ঘটল! ভগবানের অবাক লীলা! হাজার হাজার ভক্তের ভিড়!