আরও পড়ুনঃ পঞ্চায়েতে রক্তস্নাত বাংলা, খুন-জখম-ছাপ্পা! ধিক্কার শিল্পীমহলের
West Bengal Panchayat Election Result 2023 (পশ্চিমবঙ্গ পঞ্চায়েত নির্বাচনের ফলাফল) Live Updates
জানা যায়, মুর্শিদাবাদ জেলার সামশেরগঞ্জ থানার চাঁদপুর গ্রাম পঞ্চায়েতের দোগাছি এলাকায় এই ঘটনাটি ঘটে। শনিবার বিকেলে খাওয়া দাওয়া করে ভোট দেখতে গিয়েছিলেন এই যুবক। সেই সময়ই তাঁর হাতে গুলি করে তৃণমূল কংগ্রেসের আশ্রিত দুষ্কৃতীরা বলে অভিযোগ। আহত যুবকের নামে ইয়ারুল শেখ তাঁর বয়স ১৯ বছর। তাঁর বাড়ি মুর্শিদাবাদ জেলার সামশেরগঞ্জ থানার চাঁদপুর গ্রাম পঞ্চায়েতের দোগাছি এলাকায় বলে সূত্রের খবর। বর্তমানে জঙ্গিপুর মহকুমা সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন আহত গুলিবিদ্ধ যুবক। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। সমগ্র ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ।
advertisement
পশ্চিমবঙ্গ পঞ্চায়েত নির্বাচনের ফলাফল (West Bengal Panchayat Election Result 2023) Check LIVE
আরও পড়ুনঃনির্বাচন শেষও থামেনি হিংসা! গুলি চালানো থেকে ইট বৃষ্টি, তৃণমূল-নির্দলের টক্কর
আহত যুবক জানান, ‘আমি ভোট দেখতে গিয়েছিলাম উৎসাহের সহিত, হঠাৎই কিছু লোক নিজেদের মধ্যেই বচসার কারণে গুলি চালায়, আমার হাতে গুলি লাগে।’ শনিবার মুর্শিদাবাদ জেলার বিভিন্ন জায়গায় সন্ত্রাস, বোমা বারুদের মধ্যেই সম্পন্ন হয় পঞ্চায়েত নির্বাচন পর্ব। প্রাণ যায় চারজনের।আহত হন প্রায় শতাধিক। বিভিন্ন জায়গায় চলে বোমাবাজি, গুলি। তবে ভোট দেখতে গিয়ে গুলিবিদ্ধ ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়।
কৌশিক অধিকারী