আরও পড়ুন: হাঁটু-জল পেরিয়ে যেতে হয় স্কুল, এবার আন্দোলনে কচিকাঁচারাই
গোটা ঘটনায় রঘুনাথগঞ্জের মানুষ প্রবল ক্ষুব্ধ। তাঁদের অভিযোগ, নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা তৈরির কারণে নতুন রাস্তার এই বেহাল অবস্থা। এই ঘটনায় রাস্তা নির্মাণের দায়িত্বে থাকা ঠিকাদারের দিকে আঙুল তুলছে এলাকাবাসী। আরও অভিযোগ, সরকারি নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে শিডিউল না টাঙিয়েই রাস্তার কাজ করেছে ঠিকাদার সংস্থা। একেবারে নিম্নমানের সামগ্রী দিয়ে তৈরি করা হয়েছে রাস্তা।
advertisement
রাস্তা তৈরির প্রক্রিয়ার গোড়াতে গলদ আছে বলে গ্রামবাসীদের দাবি। তাঁরা জানিয়েছেন, নিয়ম অনুযায়ী পুরনো পিচ সম্পূর্ণ না চটিয়ে তার উপরেই তাড়াতাড়ি করে নতুন পিচ ঢেলে দেওয়া হয়। আর তার জেরেই এমন বিপত্তি। নতুন তৈরি রাস্তার এই বেহাল দশা দেখে ক্ষোভে ফেটে পড়েছে এলাকার মানুষ। তাঁরা রীতিমতো বিক্ষোভ দেখিয়ে নতুন করে রাস্তা তৈরির দাবি জানান।
কৌশিক অধিকারী