Alipurduar News: হাঁটু-জল পেরিয়ে যেতে হয় স্কুল, এবার আন্দোলনে কচিকাঁচারাই

Last Updated:

ফালাকাটার ১ নম্বর ওয়ার্ডে রাস্তাই নেই। বর্ষাকাল মানেই হাঁটু-জল পেরিয়ে প্রতিদিন স্কুলে যেতে হয়। প্রতিবাদে কচিকাঁচারা এবার আন্দোলনে নামল

+
title=

আলিপুরদুয়ার: বর্ষাকাল মানেই হাঁটুজল পেরিয়ে চলাচল। এটাই পরিচিত ছবি ফালাকাটা পুরসভার ১ নম্বর ওয়ার্ডের গোপনগর এলাকার। গোটা বর্ষাকাল এইভাবেই জলে অর্ধেক শরীর ডুবিয়ে স্কুলে পৌঁছতে হয় ছোট ছোট পড়ুয়াদের‌ও। ফলে শরীর খারাপ লেগেই থাকে। কিন্তু এবার আর এমন কষ্ট করে চলাচল করতে রাজি নয় ওই খুদেরা। আর তাই রাস্তা সারাই এবং নিকাশি সংস্কারের দাবিতে আন্দোলনে নামল স্কুল পড়ুয়াড়া।
ফালাকাটার এই এলাকা দিয়ে চলাচলের জন্য নেই নির্দিষ্ট কোনও রাস্তা। রেল লাইনের নিচ দিয়ে এক হাঁটু জল পেরিয়ে যাতায়াত করতে হয়। এক্ষেত্রে কাদা জল এড়িয়ে যাতায়াতের একটাই উপায়, প্রাণের ঝুঁকি নিয়ে রেল লাইনের উপর দিয়ে হাঁটা! আলিপুরদুয়ারের ফালাকাটা পুরসভার স্বীকৃতি পাওয়ায় স্থানীয় বাসিন্দারা আশা করেছিলেন রাস্তার এই সমস্যা এবার মিটবে। কিন্তু দেড় বছরেও তাঁদের সেই আশা পূরণ হয়নি। আর তাই এবারের বর্ষাতেও নরক যন্ত্রণাই সঙ্গী এলাকার মানুষের পাশাপাশি স্কুল পড়ুয়াদের‌ও।
advertisement
advertisement
অঙ্কিতা গোপ নামে এক পড়ুয়া এই প্রসঙ্গে বলল, সারা বছর এক হাঁটু জল পেরিয়ে স্কুলে যাতায়াত করতে হয়। আর ভারী বর্ষায় সেটাও বন্ধ হয়ে যায়।রাস্তা না থাকার জন্য আমাদের এলাকায় অ্যাম্বুলেন্স, দমকলের গাড়ি ঢুকতে পারে না। এই পরিস্থিতি আর মেনে নেওয়া যায় না। ঘটনা হলো এই এলাকা থেকে স্থানীয় হাসপাতাল মাত্র ৫০০ মিটার দূরে। কিন্তু রাস্তা না থাকায় বাধ্য হয়ে অসুস্থ রোগীকে কাঁধে করে গোটা পথ হেঁটে হাসপাতালে নিয়ে যেতে হয়। এলাকার রাস্তা নিয়ে এই সমস্যা প্রসঙ্গে স্থানীয় কাউন্সিলর মিনু বর্মণ গোপ বলেন, এই এলাকার এক কিলোমিটারের মধ্যে আছে সুপার স্পেশালিটি হাসপাতাল, কৃষক বাজার, সরকারি ও বেসরকারি বাস স্ট্যান্ড, চারটি সরকারি হাইস্কুল, ব্লক অফিস, পুরসভার অফিস। কিন্তু রাস্তা না থাকায় প্রাণের ঝুঁকি নিয়ে রেল লাইনের উপর দিয়ে হাঁটতে বাধ্য হয় মানুষজন। পুর কর্তৃপক্ষকে বিষয়টি জানানোর পরেও কোন‌ও ব্যবস্থা নেওয়া হয়নি বলে তাঁর অভিযোগ।
advertisement
অনন্যা দে
বাংলা খবর/ খবর/আলিপুরদুয়ার/
Alipurduar News: হাঁটু-জল পেরিয়ে যেতে হয় স্কুল, এবার আন্দোলনে কচিকাঁচারাই
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement