এই এলাকার খোদারামপুর ভূত বাগান প্রাইমারি স্কুল সংলগ্ন এলাকায় রাস্তার অবস্থা অত্যন্ত বেহাল। রাস্তায় জল জমে গ্রামবাসীদের নাজেহাল অবস্থা। গ্রামবাসীদের অভিযোগ, ভোট আসে ভোট যায় কিন্তু সমস্যার সমাধান হয় না। আর তাই গ্রামবাসীরা রাস্তা অবরোধ ও ভোট বয়কটের কথা ঘোষণা করেছেন। রাস্তা সারাই ও ড্রেনের জল নিষ্কাশন ব্যবস্থার সংস্কার না করলে আরও বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা। জানিয়েছেন প্রয়োজনে পঞ্চায়েত অফিস ও বিডিও অফিস ঘেরাও করবেন।
advertisement
আরও পড়ুন: জল সরবরাহ পর্যাপ্ত নয়, বাধ্য হয়ে নদীর জল ব্যবহার করছে এখানকার মানুষ
সাধারণ মানুষের অভিযোগ, এখানে দুটি স্কুল আছে। রাস্তার উপর দিয়ে স্কুলে যেতে হয় পড়ুয়াদের। কিন্তু পরিস্থিতি এমনই যে ড্রেনের নোংরা জল মাড়িয়ে ছোট ছোট বাচ্চাদের প্রতিনিয়ত যাতায়াত করতে হচ্ছে। যার ফলে শিশুদের স্বাস্থ্য নিয়ে চিন্তিত হয়ে পড়েছেন অভিভাবকরা। প্রশাসনকে বারবার জানানো সত্ত্বেও কোনও কাজ হয়নি। এই অবস্থায় ভোট বয়কটের ডাককেই গ্রামবাসীরা শেষ অস্ত্র হিসেবে বিবেচনা করছেন।
এদিকে গ্রামবাসীদের অভিযোগের পরিপ্রেক্ষিতে পঞ্চায়েতের পক্ষ থেকে গ্রামের জল নিকাশী ব্যবস্থার সমস্যার কথা কার্যতা স্বীকার করে নেওয়া হয়েছে। জানানো হয়েছে, দ্রুত সমস্যার সমাধানের চেষ্টা চলছে। দোল থাকায় পর্যাপ্ত শ্রমিকের অভাবে কাজ করা যায়নি। তবে গ্রামের বেহাল রাস্তা সারাই নিয়ে নির্দিষ্ট কোনও প্রতিশ্রুতি দেয়নি পঞ্চায়েত।
কৌশিক অধিকারী