Coochbehar News: জল সরবরাহ পর্যাপ্ত নয়, বাধ্য হয়ে নদীর জল ব্যবহার করছে এখানকার মানুষ
- Published by:Ananya Chakraborty
- news18 bangla
Last Updated:
তোর্সাপাড়ের রিজার্ভারের জল নিয়ে স্থানীয়দের অভিযোগ, গোটা রিজার্ভারের অবস্থা অত্যন্ত খারাপ। ফেটে গিয়েছে পাইপ।
কোচবিহার: দীর্ঘদিন ধরে পানীয় জলের সঙ্কট চলে আসছে তোর্সাপাড় এলাকায়। এখানে সৌর বিদ্যুৎ পরিচালিত একটিমাত্র জল সরবরাহের রিজার্ভার আছে। এলাকার ১০০০ এর উপর পরিবারের পানীয় জল সরবরাহের দায়িত্ব এই রিজার্ভারটির। কিন্তু সেখান থেকে প্রত্যাশা মত পানীয় জল সরবরাহ হচ্ছে না। ফলে জলের সঙ্কট তীব্র আকার ধারণ করেছে। নিত্যদিন জল নেওয়া নিয়ে বচসা, এমনকি মারামারি বেঁধে যায় এলাকার মানুষের মধ্যে। জল নিতে গিয়ে দীর্ঘ লাইনে দাঁড়াতে হচ্ছে। এই অবস্থায় বাধ্য হয়ে অস্বাস্থ্যকর জেনেও নদীর জল ব্যবহার করছেন এই এলাকার মানুষ।
তোর্সাপাড়ের রিজার্ভারের জল নিয়ে স্থানীয়দের অভিযোগ, গোটা রিজার্ভারের অবস্থা অত্যন্ত খারাপ। ফেটে গিয়েছে পাইপ। এছাড়াও লোহার ফ্রেমের বিভিন্ন অংশে জং ধরে গিয়েছে। রিজার্ভার থেকে যে জল সরবরাহ হয় তাও অত্যন্ত নোংরা। এই অবস্থায় স্থানীয় বাসিন্দাদের দাবি, দ্রুত এলাকায় অপর প্রান্তে আরেকটি জলের রিজার্ভার তৈরি করা হোক।
advertisement
advertisement
স্থানীয় বাসিন্দা আব্দুল হামিদ জানান, দীর্ঘদিন ধরে এই রিজার্ভারের জল নিয়ে এলাকার সমস্যা চলছে। একটি মাত্র রিজার্ভার হওয়ায় সবাই এখানকার জল পাচ্ছেন না। চাইলেও অনেকে বাড়িতে কলের সংযোগ নিতে পারছেন না। কল দিয়ে নোংরা জল আসছে। তাই বাধ্য হয়েই এলাকার মানুষ নদীর জল ব্যবহার করছে। প্রশাসনের উচিৎ এই সমস্যার সমাধানের জন্য এলাকায় আরেকটি রিজার্ভার তৈরি করে দেওয়া।
advertisement
এদিকে এখানকার মানুষ বাধ্য হয়ে নদীর জল ব্যবহার করায় জল ঘটিত রোগব্যাধির সম্ভাবনা বেড়ে গিয়েছে। এছাড়াও নদীর জলে বাসন মাজা, কাপড় কাচা থেকে শুরু করে অন্যান্য কাজকর্ম করার ফলে নদীর জলও দূষিত হচ্ছে।
এলাকাবাসী পঞ্চায়েত নির্বাচনের আগেই তাঁদের এই সমস্যার সুষ্ঠু সমাধান চাইলেও আদৌ কী হবে তা কেউ জানে না। কারণ প্রশাসনের পক্ষ থেকে এখনও পর্যন্ত এই বিষয়ে বিশেষ তৎপরতা নজরে আসেনি।
advertisement
সার্থক পণ্ডিত
Location :
Kolkata,West Bengal
First Published :
March 11, 2023 5:06 PM IST