Murshidabad News: দীর্ঘ চার মাস টানাপড়েনের পর বোর্ড গঠন কান্দির সমবায়ে
- Published by:Ananya Chakraborty
- news18 bangla
Last Updated:
এই সমবায় সমিতিতে মোট আসন সংখ্যা ২৮ টি। তার মধ্যে তৃণমূল জয়ী হয় ১৩টি আসনে, ১২টি আসনে জয়ী হয় নির্দল ও ৩টি আসনে জয়ী হয় কংগ্রেস। ইতিমধ্যেই মোট ১১জন ডিরেক্টর নিযুক্ত হয়েছেন ভোটাভুটির মধ্য দিয়ে।
মুর্শিদাবাদ: দীর্ঘ চার মাসের অপেক্ষার অবসান। অবশেষে বোর্ড গঠন হল কান্দির নতুনগ্রাম সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডের। এই সমবায় সমিতিতে মোট আসন সংখ্যা ২৮ টি। তার মধ্যে তৃণমূল জয়ী হয় ১৩টি আসনে, ১২টি আসনে জয়ী হয় নির্দল ও ৩টি আসনে জয়ী হয় কংগ্রেস। ইতিমধ্যেই মোট ১১জন ডিরেক্টর নিযুক্ত হয়েছেন ভোটাভুটির মধ্য দিয়ে।
১১জন ডিরেক্টরের সিদ্ধান্ত অনুযায়ী চেয়ারম্যান, সম্পাদক ও সভাপতি দায়িত্ব নিলেন নতুনগ্রাম সমবায় কৃষি উন্নয়ন সমিতিতে। সম্পাদক হলেন আল হামদো সায়েম ও সভাপতি হলেন আশাদুল শেখ। তাঁরা দু'জনেই আগেও সম্পাদক ও সভাপতি পদে নিযুক্ত ছিলেন। আগামী দিনে কৃষকদের কথা মাথায় রেখে উন্নয়নই একমাত্র লক্ষ্য বলে জানানো হয় সমবায় সমিতির পক্ষ থেকে। শুক্রবার দুপুরে সম্পাদক ও সভাপতিকে ফুলের তোড়া ও ফুলের মালা পড়িয়ে সম্বর্ধনা জানানো হয় সমবায় সমিতির ডিরেক্টরের তরফে।
advertisement
advertisement
সমবায় সংগঠনের উদ্দেশ্য হল সদস্যদের আর্থ-সামাজিক কল্যাণ। নিজেদের আর্থ-সামাজিক কল্যাণ লাভের জন্য সম্মিলিত প্রচেষ্টায় সমবায় আইনের আওতায় গড়ে তোলা সংগঠনকেই সমবায় সংগঠন বলে। ফলে আগামী দিনে এলাকার প্রান্তিক চাষিদের কথা মাথায় রেখে ঋণ সহ সমস্ত রকম সহযোগিতা করা হবে বলে সমবায় সমিতির পক্ষ থেকে জানানো হয়েছে।
advertisement
কৌশিক অধিকারী
Location :
Kolkata,West Bengal
First Published :
March 11, 2023 4:40 PM IST