TRENDING:

Murshidabad News: পৃথক দুটি দুর্ঘটনায় মুর্শিদাবাদের দু'জনের মৃত্যু

Last Updated:

৩৪ নম্বর জাতীয় সড়কের উপর একটি দ্রুতগামী লরি শাহাবুদ্দিন শেখ নামে এক যুবককে চাপা দেয়। সে মাসির বাড়ি ঘুরতে এসেছিল।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুর্শিদাবাদ: ঘটা করে পথ নিরাপত্তা সপ্তাহ আয়োজন করা হলেও একশ্রেণির মানুষের যে হুঁশ কিছুতেই ফিরছে না ফের তার প্রমাণ পাওয়া গেল। শুক্রবার মুর্শিদাবাদে দুটি পৃথক দুর্ঘটনায় মৃত্যু হল দু’জনের। মাসির বাড়ি বেড়াতে এসে পথ দুর্ঘটনায় মৃত্যু হয় শাহাবুদ্দিন শেখ (১৯) নামে এক যুবকের। অন্য আরেকটি দুর্ঘটনায় টোটো ও ডাম্পারের মুখোমুখি সংঘর্ষে টোটো চালক উৎপল দাসের মৃত্যু হয়।
advertisement

আরও পড়ুন: ঘরে বসে টিভি দেখছিল ছাত্রী, ওমনি বেরিয়ে এল সাপ! সে কী ভয়ঙ্কর পরিস্থিতি…তারপর

শুক্রবার দুপুরে প্রথম দুর্ঘটনাটি ঘটে মুর্শিদাবাদের সামশেরগঞ্জ থানার নতুন ডাকবাংলো মোড়ে। ৩৪ নম্বর জাতীয় সড়কের উপর একটি দ্রুতগামী লরি শাহাবুদ্দিন শেখ নামে এক যুবককে চাপা দেয়। সে মাসির বাড়ি ঘুরতে এসেছিল। লরিটি শেষ মুহূর্তে গতি নিয়ন্ত্রণের চেষ্টা করলেও সজোরে ধাক্কা মারে ওই যুবককে। গুরুতর আহত অবস্থায় তাঁকে সামশেরগঞ্জের অনুপনগর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।

advertisement

View More

অন্য দুর্ঘটনাটি ঘটে কান্দি থানার চিত্রা সিনেমা এলাকায়। ডাম্পার ও টোটোর মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হয় টোটো চালকের। টোটো চালক উৎপল দাস টোটো নিয়ে চিত্রা সিনেমার দিকে যাচ্ছিলেন। তখনই নিয়ন্ত্রণ হারিয়ে একটি ডাম্পার ওই টোটোকে ধাক্কা মারে। ঘটনাস্থলেই মৃত্যু হয় টোটো চালকের। পুলিশ এসে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। স্থানীয়দের অভিযোগ, দুটি দুর্ঘটনার পিছনেই সঠিকভাবে পথ নিরাপত্তা বিধি না মেনে গাড়ি চালানো দায়ী।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

কৌশিক অধিকারী

বাংলা খবর/ খবর/মুর্শিদাবাদ/
Murshidabad News: পৃথক দুটি দুর্ঘটনায় মুর্শিদাবাদের দু'জনের মৃত্যু
Open in App
হোম
খবর
ফটো
লোকাল