পুলিশ সূত্রে জানা যায়, ধৃতদের নাম আবু সাঈদ (২২) তার বাড়ি জলঙ্গীর ফরাজিপাড়া চর কলোনি এলাকায় এবং অপরজন আনিসুর রহমান ওরফে নিটো (২৫) তার বাড়ি সাগরপাড়ার নটিয়াল সাতভাইপাড়া এলাকায়। ধৃতের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু করেছে পুলিশ। কি কারণে তারা অস্ত্র নিয়ে ঘোরাঘুরি করছিল তার তদন্ত শুরু করেছে ডোমকল থানার পুলিশ।
advertisement
আরও পড়ুনঃ কান্দিতে অবৈধ মদের দোকান বন্ধ করল পৌরসভা
ধৃত দুইজনকে বুধবার আদালতে পাঠানো হয়েছে এবং পুলিশ হেফাজতে নেওয়া হবে বলে পুলিশ জানিয়েছে। মুর্শিদাবাদ জেলার ডোমকলে এর আগেও আগ্নেয়াস্ত্র ও বোমা উদ্ধার হয়েছে। সামনেই ২০২৩ সালে পঞ্চায়েত নির্বাচন। পঞ্চায়েত নির্বাচন যতই এগিয়ে আসছে ততই বারুদ ও আগ্নেয়াস্ত্র উদ্ধার হচ্ছে মুর্শিদাবাদ জেলাতে। তবে ডোমকলে এই আগ্নেয়াস্ত্র উদ্ধার হতেই চাঞ্চল্য ছড়িয়েছে সীমান্তবর্তী এলাকায়। মুর্শিদাবাদ জেলার ডোমকলে গত ১৬ই সেপ্টেম্বর উদ্ধার হয় আগ্নেয়াস্ত্র।
আরও পড়ুনঃ রেলের উচ্চ পদস্থ আধিকারিকদের নিয়ে ব্রিজ পরিদর্শনে অধীর চৌধুরী
বোমা উদ্ধারের পর উদ্ধার করল ডোমকল থানার পুলিশ। ডোমকল থানার পুলিশ কাটাকোপরা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র উদ্ধার করে। পুলিশ জানিয়েছিল ধৃতের নাম আব্দুল রওয়ব মন্ডল ।বাড়ি ডোমকল থানার অন্তর্গত ঘোরা মারা এলাকায়। এই আগ্নেয়াস্ত্র উদ্ধারের পর একমাসের মাথায় ফের এই আগ্নেয়াস্ত্র উদ্ধার হল সেই ডোমকল থানা এলাকায়।
Koushik Adhikary