Murshidabad News: রেলের উচ্চ পদস্থ আধিকারিকদের নিয়ে ব্রিজ পরিদর্শনে অধীর চৌধুরী

Last Updated:

বহরমপুরের চৌঁয়াপুর রেল ওভারব্রিজ পরিদর্শনে মঙ্গলবার সেখানে পৌঁছান বহরমপুরের সাংসদ তথা লোকসভা পরিষদীয় দলনেতা অধীর রঞ্জন চৌধুরী।

#বহরমপুরঃ বহরমপুরের চৌঁয়াপুর রেল ওভারব্রিজ পরিদর্শনে মঙ্গলবার সেখানে পৌঁছান বহরমপুরের সাংসদ তথা লোকসভা পরিষদীয় দলনেতা অধীর রঞ্জন চৌধুরী। রেলমন্ত্রীর কাছে তিনি আবেদন জানিয়েছিলেন এই এলাকা পরিদর্শন করার বিষয়ে এবং তারই পরিপ্রেক্ষিতে রেলের উচ্চপদস্থ প্রতিনিধিদের নিয়ে রেল ব্রীজ পরিদর্শন করে। পরিদর্শনে ছিলেন বহরমপুরের বিধায়ক সুব্রত মৈত্র। এদিন এই রেল পরিদর্শন করার পর তিনি রেলের প্রশংসা করেন। পাশাপাশি তিনি দাবি তোলেন এই ভাবেই যেন পঞ্চানন তলা, নসিপুর এবং আজিমগঞ্জে রেল ওভারব্রিজ হয়ে উঠুক।
তিনি এদিন চৌঁয়াপুর রেল ওভারব্রিজ পরিদর্শন করার পর এই রেল ওভারব্রিজ এলাকার বিপুল সংখ্যক মানুষের উপকারে আসবে বলে জানিয়েছেন। তবে এর পাশাপাশি তিনি রেলের কাছে দুটি দাবি রেখেছেন এবং সেই দুটি কাজ খুব দ্রুততার সঙ্গে করা উচিত বলেও মনে করছেন। প্রথম দাবি হিসেবে তিনি জানিয়েছেন, জঙ্গিপুরে যে রেল ওভার ব্রীজটি রয়েছে সেখানে একটি সিঁড়ি রয়েছে।
advertisement
আরও পড়ুনঃ নাকা চেকিং-এ তল্লাশি করার সময়ে ৩৪নং জাতীয় সড়ক থেকে গ্রেফতার ৬ বাংলাদেশী নাগরিক
কিন্তু চৌঁয়াপুরে যে রেল ওভার ব্রীজ তৈরি হয়েছে সেখানে রেলওভার ব্রিজে ওঠার জন্য সিঁড়ি নেই। এই সিঁড়ি হওয়া খুব দরকার। কেননা কোন সময় ট্রাফিক জ্যাম হলে সিঁড়ি থাকলে ওই সিঁড়ি দিয়ে রেলওভার ব্রিজে ওঠা যাবে। এর পাশাপাশি তিনি দ্বিতীয় দাবি হিসাবে জানিয়েছেন, রেল ওভারব্রিজে রাতে ওঠা নামার জন্য যাতে করে কোন অসুবিধা না হয় তার জন্য দুটি হাইমাস্ট আলো লাগানো দরকার। তার দাবি, এর ফলে সৌন্দর্য্যয়ণ যেমন বৃদ্ধি পাবে ঠিক তেমনই পথ চলতি মানুষেরা উপকৃত হবেন।
advertisement
advertisement
আরও পড়ুনঃ ভাঙন পিছু ছাড়ছে না সামশেরগঞ্জে! পুজোর আগেই গঙ্গায় তলিয়ে গেল কালী মন্দির!
অন্যদিকে তিনি এলাকার বিধায়কদের কাছে অনুরোধ করেছেন, নসিপুর এবং আজিমগঞ্জ রেল ওভার ব্রিজ তৈরি করার জন্য রেলের তরফ থেকে সমস্ত অর্থ প্রদান করা হয়েছে। কেবলমাত্র সেখানে ২০০ থেকে ৩০০ মিটার জমির প্রয়োজন এই রেল ওভার ব্রিজ তৈরি করার জন্য। এখন যদি রাজ্য সরকার এই বিষয়ে সচেষ্ট হয়ে জমির ব্যবস্থা করে দেয় তাহলে ওই দুটি রেল ওভারব্রিজ নির্মাণ হয়ে যাওয়ার পর মুর্শিদাবাদের চেহারা বদলে যাবে।
advertisement
Koushik Adhikary
view comments
বাংলা খবর/ খবর/মুর্শিদাবাদ/
Murshidabad News: রেলের উচ্চ পদস্থ আধিকারিকদের নিয়ে ব্রিজ পরিদর্শনে অধীর চৌধুরী
Next Article
advertisement
West Bengal Weather Update: দুর্বল ‘মন্থা’, তবে নিম্নচাপের বৃষ্টি চলবে বঙ্গে, আগামী ক’দিন আবহাওয়া কেমন থাকবে?
দুর্বল ‘মন্থা’, তবে নিম্নচাপের বৃষ্টি চলবে বঙ্গে, আগামী ক’দিন আবহাওয়া কেমন থাকবে?
  • দুর্বল ‘মন্থা’, তবে নিম্নচাপের বৃষ্টি চলবে বঙ্গে

  • আগামী ক’দিন আবহাওয়া কেমন থাকবে ?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement