Murshidabad News: নাকা চেকিং-এ তল্লাশি করার সময়ে ৩৪নং জাতীয় সড়ক থেকে গ্রেফতার ৬ বাংলাদেশী নাগরিক

Last Updated:

মুর্শিদাবাদ জেলাতে বড় ধরনের সাফল্য পেল জঙ্গিপুর জেলা পুলিশ। নাকা চেকিং'য়ের সময় ৩৪ নম্বর জাতীয় সড়ক থেকে ছয় বাংলাদেশিকে গ্রেফতার করলো মুর্শিদাবাদের সুতি থানার পুলিশ। সোমবার সন্ধ্যায় সুতি থানার চাঁদেরমোড় ৩৪ নম্বর জাতীয় সড়কে এলাকা থেকে গ্রেফতার করা হয় তাদের।

#মুর্শিদাবাদঃ মুর্শিদাবাদ জেলাতে বড় ধরনের সাফল্য পেল জঙ্গিপুর জেলা পুলিশ। নাকা চেকিং'য়ের সময় ৩৪ নম্বর জাতীয় সড়ক থেকে ছয় বাংলাদেশিকে গ্রেফতার করলো মুর্শিদাবাদের সুতি থানার পুলিশ। সোমবার সন্ধ্যায় সুতি থানার চাঁদেরমোড় ৩৪ নম্বর জাতীয় সড়কে এলাকা থেকে গ্রেফতার করা হয় তাদের। পুলিশ সুত্রে জানা যায়, ধৃতদের নাম মহম্মদ সায়েম, রুবেল আলি, মহঃ বাবু, মহম্মদ বাবলু, মহম্মদ সাহালাল ও আবু সুফিয়ান। সকলের বাড়ি বাংলাদেশের চাপাই নবাবগঞ্জ ও শিবগঞ্জ জেলা এলাকা। বাংলাদেশীরা বেআইনী ভাবে সীমান্তবর্তী বর্ডার দিয়ে লুকিয়ে পার হয়ে সুতির দিক থেকে চাঁদের মোড় হয়ে রঘুনাথগঞ্জের দিকে যাচ্ছিল বলে প্রাথমিক ভাবে জানতে পেরেছে পুলিশ।
যদিও ধৃতরা কেও বৈধ কাগজপত্র দেখাতে পারেননি। আর তার জেরেই তাদের কে গ্রেফতার করে সুতি থানার পুলিশ। মঙ্গলবার তাদের আদালতে পাঠানো হয়। কি উদ্দেশ্যে এবং কোন বর্ডার দিয়ে তারা পার হয়েছে তা তদন্ত করে দেখছে সুতি থানার পুলিশ।উল্লেখ করা যেতে পারে, সুতিতে বাংলাদেশী প্রবেশের খবর পেয়ে কড়া নাকা তল্লাশি শুরু করে পুলিশ। জাতীয় সড়কে শুরু হয় নাকা চেকিং। তারপরেই গ্রেপ্তার করা হয় বাংলাদেশিদের।
advertisement
advertisement
তবে মুর্শিদাবাদ জেলাতে এই বাংলাদেশী গ্রেফতার হতেই চাঞ্চল্য ছড়িয়েছে সীমান্তবর্তী এলাকায়। সীমান্তবর্তী জেলা মুর্শিদাবাদ। আর সেই জেলার পাশ দিয়ে চোরা চালান করে থাকে দুস্কৃতীরা। ইতিমধ্যেই নিষিদ্ধ ফেন্সিডিল সহ গ্রেফতার করা হয়েছে একজনকে। মুলত ফেন্সিডিল পাচার করা হয়ে থাকে বাংলাদেশে। তবে একসাথে ছ’জন বাংলাদেশী কে গ্রেফতার করতেই নড়ে চড়ে বসেছে পুলিশ প্রশাসন।
advertisement
 
 
 
Koushik Adhikary
বাংলা খবর/ খবর/মুর্শিদাবাদ/
Murshidabad News: নাকা চেকিং-এ তল্লাশি করার সময়ে ৩৪নং জাতীয় সড়ক থেকে গ্রেফতার ৬ বাংলাদেশী নাগরিক
Next Article
advertisement
Suvendu Adhikari Challenges Mamata Banerjee: 'নন্দীগ্রামের থেকেও বেশি ভোটে ভবানীপুরে মমতাকে হারাবো', ছাব্বিশের আগে হুঙ্কার শুভেন্দুর
'নন্দীগ্রামের থেকেও বেশি ভোটে ভবানীপুরে মমতাকে হারাবো', ছাব্বিশের আগে হুঙ্কার শুভেন্দুর
  • এবার ভবানীপুরে শুভেন্দু বনাম মমতা?

  • ভবানীপুরেও মমতাকে হারানোর হুঙ্কার শুভেন্দুর৷

  • নন্দীগ্রামের থেকেও বেশি ভোটে হারানোর চ্যালেঞ্জ৷

VIEW MORE
advertisement
advertisement