Murshidabad News: ভাঙন পিছু ছাড়ছে না সামশেরগঞ্জে! পুজোর আগেই গঙ্গায় তলিয়ে গেল কালী মন্দির!

Last Updated:

কালীপুজোর আগেই রাক্ষসী গঙ্গা গিলে খেল কালী মন্দির। মুর্শিদাবাদ জেলার গঙ্গা ভাঙন যেন থামতেই চাইছে না এই মুহূর্তে। প্রায় ১০০ থেকে ১২০ফুট গভীর গর্ত তৈরি হয়েছে গঙ্গা ভাঙনের জেরে।

+
title=

#মুর্শিদাবাদঃ কালীপুজোর আগেই রাক্ষসী গঙ্গা গিলে খেল কালী মন্দির। মুর্শিদাবাদ জেলার গঙ্গা ভাঙন যেন থামতেই চাইছে না এই মুহূর্তে। প্রায় ১০০ থেকে ১২০ফুট গভীর গর্ত তৈরি হয়েছে গঙ্গা ভাঙনের জেরে। এবার ভয়াবহ গঙ্গার ভাঙনের কবলে তলিয়ে গেলো মুর্শিদাবাদের সামসেরগঞ্জের প্রতাপগঞ্জ-মহেশটোলা এলাকার একমাত্র উপাসনালয় ঐতিহ্যবাহী কালি মন্দির। গভীর রাতে গঙ্গায় পরে যায় সেই মন্দির। বহু চেষ্টা করেও ভাঙ্গনের হাত থেকে রক্ষা কর গেলো না মা কালীর মন্দির। এখনও অব্যাহত গঙ্গা ভাঙন।
মা কালীর মন্দির তলিয়ে যাওয়ায় যেন আরো মহা আতঙ্কে পরিণত হয়েছে গঙ্গা ভাঙ্গন। কি করবেন কিছুই বুঝে উঠতে পারছেন না এলাকাবাসী। এদিকে মহেশটোলাতে একের পর এক তলিয়ে যাচ্ছে বাড়িঘর। ফলে ভাঙ্গনের হাত থেকে বাড়ির সামগ্রী রক্ষা করতে কয়েকশো পরিবার অন্যত্র আশ্রয়ের সন্ধানে পালাচ্ছেন। বর্ষার শেষ লগ্নে এসে যেন ভাঙ্গন মহা আতঙ্কে পরিণত হয়েছে। কালীপূজোর এক সপ্তাহ আগে ভয়াবহ গঙ্গা ভাঙনের জেরে আতঙ্কিত সাধারণ মানুষ থেকে গ্রামের বাসিন্দা সকলেই।
advertisement
আরও পড়ুনঃ ফরাক্কাতে ৪৮০ বোতল নিষিদ্ধ ফেন্সিডিল সহ গ্রেফতার এক যুবক
ইতি মধ্যেই সামশেরগঞ্জের প্রতাপগঞ্জে ভাঙন যেন পিছু ছাড়ছে না ইতি মধ্যেই তলিয়ে গিয়েছে একের পর এক পাকা বাড়ি। যার ফলে অব্যাহত থাকল গঙ্গা ভাঙ্গন। ঘটনায় রীতিমতো আতঙ্ক ছড়িয়েছে মুর্শিদাবাদের সামসেরগঞ্জের মহেশটোলা গ্রামে। ভাঙ্গন আতঙ্কে কার্যত গ্রাম জুড়ে কান্নার রোল পরে যায়। কোথায় যাবে? কি খাবে? তা নিয়ে কার্যত অনিশ্চয়তায় ভুগতে শুরু করে দিয়েছে ভাঙ্গন কবলিত এলাকার বাসিন্দারা।
advertisement
advertisement
 
 
 
Koushik Adhikary
view comments
বাংলা খবর/ খবর/মুর্শিদাবাদ/
Murshidabad News: ভাঙন পিছু ছাড়ছে না সামশেরগঞ্জে! পুজোর আগেই গঙ্গায় তলিয়ে গেল কালী মন্দির!
Next Article
advertisement
West Bengal Weather Update: দুর্বল ‘মন্থা’, তবে নিম্নচাপের বৃষ্টি চলবে বঙ্গে, আগামী ক’দিন আবহাওয়া কেমন থাকবে?
দুর্বল ‘মন্থা’, তবে নিম্নচাপের বৃষ্টি চলবে বঙ্গে, আগামী ক’দিন আবহাওয়া কেমন থাকবে?
  • দুর্বল ‘মন্থা’, তবে নিম্নচাপের বৃষ্টি চলবে বঙ্গে

  • আগামী ক’দিন আবহাওয়া কেমন থাকবে ?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement