Murshidabad News: কান্দিতে অবৈধ মদের দোকান বন্ধ করল পৌরসভা

Last Updated:

মুর্শিদাবাদ জেলার কান্দি পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের অন্তর্গত অন্নপূর্ণা মন্দিরের পাশে কান্দি তহবাজারে দির্গদিন ধরে পরিত্যক্ত একটি বাড়িতে চায়ের দোকানের আড়ালে অবৈধ মদের করবার করত এক অসাধু ব্যবসায়ী।

+
title=

#মুর্শিদাবাদঃ মুর্শিদাবাদ জেলার কান্দি পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের অন্তর্গত অন্নপূর্ণা মন্দিরের পাশে কান্দি তহবাজারে দির্গদিন ধরে পরিত্যক্ত একটি বাড়িতে চায়ের দোকানের আড়ালে অবৈধ মদের করবার করত এক অসাধু ব্যবসায়ী। এলাকার ব্যাবসায়ী ও স্থানীয় বাসিন্দাদের অভিযোগের ভিত্তিতে কান্দি পৌরসভা পৌরপিতা তথা কান্দি পৌরোভার ২ নম্বর ওয়ার্ডের পৌরসদস্য জয়দেব ঘটক ওই দোকানে অভিযান চালায় এবং সেখান থেকে বিপুল পরিমাণ অবৈধ মদ উদ্ধার করা হয়। কান্দি থানার পুলিশকে খবর দেওয়া হলে কান্দি থানার পুলিশ অবৈধ ওই মদ বিক্রেতা জালাল শেখকে গ্রেফতার করে এবং বিপুল পরিমাণ অবৈধ মদ বাজিয়াপ্ত করে।
কান্দি পৌরসভার পক্ষ থেকে মঙ্গলবার ওই দোকানটি পরিত্যক্ত ঘোষণা করা হয় এবং দোকানটি শীল করে দেওয়া হয়। স্থানীয় বাসিন্দারা জানান, ওই এলাকায় অবৈধ মদ বিক্রির জন্য তারা অতিষ্ট হয়েছিল পৌরসভার পক্ষ থেকে মদের দোকান সিল করায় এতদিনে সস্তি মিলবে। অন্যদিকে, কান্দি পৌরসভার পৌর পিতা জয়দেব ঘটক বলেন, স্থানীয় বাসিন্দাদের অভিযোগের ভিত্তিতে আমি অভিযান চালিয়েছিলাম এবং সেখানে গিয়ে স্থানীয় বাসিন্দাদের অভিযোগের সত্যতা যাচাই করে আমি দোকানটির সীল করেছি।
advertisement
আরও পড়ুনঃ ফের আগ্নেয়াস্ত্র উদ্ধার মুর্শিদাবাদে! ধৃত দুই
এবং পরিত্যক্ত ঘোষণা করেছি, অবৈধ ওই মদ কারবারিকে পুলিশ গ্রেফতার করেছে পুলিশ আইনি ব্যবস্থা নেবে তার বিরুদ্ধে। এলাকার বাসিন্দারা পৌরসভার এই উদ্যোগে বেশ খুশি প্রকাশ করেছেন। দীর্ঘদিন ধরে লোকচক্ষুর আড়ালে ও পুলিশের চোখে ধুলো দিয়ে এই রমরমিয়ে চলছিল বেআইনি ভাবে মদ বিক্রি। যার ফলে এলাকায় অশান্তি বৃদ্ধি হচ্ছিল। ফলে পৌরসভার এই অভিযান চালিয়ে বেশ খুশি প্রকাশ করেছেন।
advertisement
advertisement
Koushik Adhikary
বাংলা খবর/ খবর/মুর্শিদাবাদ/
Murshidabad News: কান্দিতে অবৈধ মদের দোকান বন্ধ করল পৌরসভা
Next Article
advertisement
Suvendu Adhikari Challenges Mamata Banerjee: 'নন্দীগ্রামের থেকেও বেশি ভোটে ভবানীপুরে মমতাকে হারাবো', ছাব্বিশের আগে হুঙ্কার শুভেন্দুর
'নন্দীগ্রামের থেকেও বেশি ভোটে ভবানীপুরে মমতাকে হারাবো', ছাব্বিশের আগে হুঙ্কার শুভেন্দুর
  • এবার ভবানীপুরে শুভেন্দু বনাম মমতা?

  • ভবানীপুরেও মমতাকে হারানোর হুঙ্কার শুভেন্দুর৷

  • নন্দীগ্রামের থেকেও বেশি ভোটে হারানোর চ্যালেঞ্জ৷

VIEW MORE
advertisement
advertisement