Murshidabad News: ফের আগ্নেয়াস্ত্র উদ্ধার মুর্শিদাবাদে! ধৃত দুই

Last Updated:

মুর্শিদাবাদ জেলাতে আগ্নেয়াস্ত্র উদ্ধারে বড় ধরনের সাফল্য পেল জেলা পুলিশ। আগ্নেয়াস্ত্র সহ জলঙ্গী ও সাগরপাড়ার দুই যুবককে গ্রেফতার করল ডোমকল থানার পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার রাতে তল্লাশি চালায় মুর্শিদাবাদের ডোমকল থানার গাবতলা এলাকায়।

#মুর্শিদাবাদঃ মুর্শিদাবাদ জেলাতে আগ্নেয়াস্ত্র উদ্ধারে বড় ধরনের সাফল্য পেল জেলা পুলিশ। আগ্নেয়াস্ত্র সহ জলঙ্গী ও সাগরপাড়ার দুই যুবককে গ্রেফতার করল ডোমকল থানার পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার রাতে তল্লাশি চালায় মুর্শিদাবাদের ডোমকল থানার গাবতলা এলাকায়। সেইসময় দুই ব্যক্তিকে সন্দেহ হওয়াতে তাদের আটকায়। এবং তল্লাশি চালানো হয় তাদের কাছে। ঐ যুবকদের কাছে থেকে উদ্ধার হয় একটি দেশী তৈরি পিস্তল ও দুই রাউন্ড গুলি। তারপরেই তাদের গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, ধৃতদের নাম আবু সাঈদ (২২) তার বাড়ি জলঙ্গীর ফরাজিপাড়া চর কলোনি এলাকায় এবং অপরজন আনিসুর রহমান ওরফে নিটো (২৫) তার বাড়ি সাগরপাড়ার নটিয়াল সাতভাইপাড়া এলাকায়। ধৃতের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু করেছে পুলিশ। কি কারণে তারা অস্ত্র নিয়ে ঘোরাঘুরি করছিল তার তদন্ত শুরু করেছে ডোমকল থানার পুলিশ।
advertisement
আরও পড়ুনঃ কান্দিতে অবৈধ মদের দোকান বন্ধ করল পৌরসভা
ধৃত দুইজনকে বুধবার আদালতে পাঠানো হয়েছে এবং পুলিশ হেফাজতে নেওয়া হবে বলে পুলিশ জানিয়েছে। মুর্শিদাবাদ জেলার ডোমকলে এর আগেও আগ্নেয়াস্ত্র বোমা উদ্ধার হয়েছে। সামনেই ২০২৩ সালে পঞ্চায়েত নির্বাচন। পঞ্চায়েত নির্বাচন যতই এগিয়ে আসছে ততই বারুদ আগ্নেয়াস্ত্র উদ্ধার হচ্ছে মুর্শিদাবাদ জেলাতে। তবে ডোমকলে এই আগ্নেয়াস্ত্র উদ্ধার হতেই চাঞ্চল্য ছড়িয়েছে সীমান্তবর্তী এলাকায়। মুর্শিদাবাদ জেলার ডোমকলে গত ১৬ই সেপ্টেম্বর উদ্ধার হয় আগ্নেয়াস্ত্র।
advertisement
advertisement
আরও পড়ুনঃ রেলের উচ্চ পদস্থ আধিকারিকদের নিয়ে ব্রিজ পরিদর্শনে অধীর চৌধুরী
বোমা উদ্ধারের পর উদ্ধার করল ডোমকল থানার পুলিশ। ডোমকল থানার পুলিশ কাটাকোপরা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র উদ্ধার করে। পুলিশ জানিয়েছিল ধৃতের নাম আব্দুল রওয়ব মন্ডল ।বাড়ি ডোমকল থানার অন্তর্গত ঘোরা মারা এলাকায়। এই আগ্নেয়াস্ত্র উদ্ধারের পর একমাসের মাথায় ফের এই আগ্নেয়াস্ত্র উদ্ধার হল সেই ডোমকল থানা এলাকায়।
advertisement
Koushik Adhikary
view comments
বাংলা খবর/ খবর/মুর্শিদাবাদ/
Murshidabad News: ফের আগ্নেয়াস্ত্র উদ্ধার মুর্শিদাবাদে! ধৃত দুই
Next Article
advertisement
Himachal Pradesh Bus Accident: ৩০০ মিটার গভীর খাদে বাস, হিমাচল প্রদেশে ভয়াবহ দুর্ঘটনায় মৃত অন্তত ৭! আহত বহু
৩০০ মিটার গভীর খাদে বাস, হিমাচল প্রদেশে ভয়াবহ দুর্ঘটনায় মৃত অন্তত ৭! আহত বহু
  • হিমাচল প্রদেশে ভয়াবহ বাস দুর্ঘটনা৷

  • ৩০০ মিটার খাদে বাস, মৃত অন্তত ৭ জন৷

  • আরও বাড়তে পারে হতাহতের সংখ্যা৷

VIEW MORE
advertisement
advertisement