ফলে মোটর ভ্যানটি ২০ ফুট দুরে ছিটকে পড়ে। ঘটনায় মোটর ভ্যান চালক বাদল সেখ, বয়স ৩২ ও ওই ভানের প্যাসেঞ্জার কার্তিক কর্মকার, বয়স ৪৫ গুরুতর আহত হন। এলাকার বাসিন্দারা জানান, দুজনেরই বাড়ি ভরতপুর থানার মনসুরপুর গ্রামে। আহত দু’জনকে প্রথমে সালার ব্লক গ্রামীণ হাসপাতাল ও পরে কান্দি মহকুমা হাসপাতালে স্থানান্তর করা হয় ভ্যানচালক বাদল শেখ কে।
advertisement
আরও পড়ুনঃ ভর সন্ধ্যায় বাইক চুরি! সিসি টিভিতে ধরা পড়ল সেই রুদ্ধশ্বাস ছবি
তার কন্ঠের হাড় পুরোপুরি ভেঙে গিয়েছে। মুখের একদিকে গুরুতর জখম হয়েছে। দুর্ঘটনার পর মোটর ভ্যান ও দুধের গাড়ি দুটি বাজেয়াপ্ত করেছে সালার থানার পুলিশ। সিসিটিভি তে দেখা গেছে বৃষ্টির কারণেই রাস্তা পিছল ছিল। তবে ছোট গাড়ি অতি দ্রুত গতিতে ছিল। আর সেই কারণেই এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে। এলাকার প্রত্যক্ষদর্শী ও স্হানীয় বাসিন্দারা জানান, আমাদের চোখের সামনেই এই দুর্ঘটনা দেখতে পাই।
আরও পড়ুনঃ রাঢ় বাংলার লোকগীতি ভাদু গানে মাতলেন মুর্শিদাবাদের শিল্পীরা
পথ নিরাপত্তার জন্য প্রচার চালানো হলেও গাড়ির চালকদের গতি দ্রুত গতিতে থাকার কারণেই অনেক সময় এই দুর্ঘটনা ঘটে।মুর্শিদাবাদ জেলাতে সম্প্রতি মটর বাইক চুরির ঘটনা সিসিটিভি ক্যামেরায় উঠে আসে। তবে এরপর দুর্ঘটনার ছবি উঠে আসতেই পথ নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।
Koushik Adhikary





