Murshidabad News: রাঢ় বাংলার লোকগীতি ভাদু গানে মাতলেন মুর্শিদাবাদের শিল্পীরা
- Published by:Ananya Chakraborty
Last Updated:
বাংলার জল হাওয়ায় রয়েছে সুরের স্পর্শ। প্রতিদিনের মেঠো গন্ধ ভরা সেই সব গান নিজস্ব গুণেই সম্পদ হয়ে উঠেছে বাংলার লোকসংস্কৃতির।
#মুর্শিদাবাদ: বাংলার জল হাওয়ায় রয়েছে সুরের স্পর্শ। প্রতিদিনের মেঠো গন্ধ ভরা সেই সব গান নিজস্ব গুণেই সম্পদ হয়ে উঠেছে বাংলার লোকসংস্কৃতির। ধর্মীয় কিংবা সামাজিক অথবা পারিবারিক যেকোনো উৎসবের কেন্দ্রে রয়েছে এই সব গান। গড়ে তুলেছে নিজস্ব সংস্কৃতি। এমনই এক সংস্কৃতি ভাদু গান। মুর্শিদাবাদ জেলার বড়ঞা ব্লকের গোপালনগর গ্রামে বাংলার লোক শিল্পীরা মাতলেন ভাদু গানে। মূলত ভাদু একটা পরব যা পালিত হয় বাংলা বর্ষ পঞ্জীর ভাদ্র মাসে। আর এই পরবকে ঘিরে গাওয়া গানই ভাদু গান।
রাঢ়বঙ্গের পুরুলিয়া, বাঁকুড়া ,বীরভূম জেলা ভাদু গানের জন্মভূমি। ভাদুমণি বা রাজকুমারী ভদ্রাবতীর জীবন কাহিনী বর্ণনা করা হয় এই গানে। পাশাপাশি থাকে সমাজ সচেতনতার বার্তা। আষাঢ় শ্রাবণ মাসে চাষের কাজের পর ভাদ্র মাসে গ্রামের পুরুষরা বেরিয়ে পড়েন ভাদুগান নিয়ে। সংক্রান্তির দিন নদীতে বিসর্জন দেওয়া হয় ভাদু মণির মূর্তি। ভাদু গানগুলো মূলত প্রেম ও রাজনীতি বর্জিত। গানের সহজ সুরে বলা হয় নারী শক্তি ও প্রগতির কথা।
advertisement
আরও পড়ুনঃ রানিনগরে তিনটি ব্যাগ ভর্তি সকেট বোমা উদ্ধার! এলাকায় চাঞ্চল্য
গ্রামে গ্রামে ঘুরে শুধু সমাজ সচেতনতার বার্তা দেওয়াই নয়, উপার্জনের বিকল্প পথও এই গান। বর্তমানে আধুনিকতার ছোঁয়ায় মানুষ আগ্রহ হারিয়েছে এই সব লোকগীতিতে। যার প্রভাব পড়েছে বাংলার নিজস্ব সংস্কৃতিতে। শুধু ভাদুই নয় সাংস্কৃতিক আগ্রাসনে হারিয়ে যাচ্ছে টুসু, ঝুমুর, গম্ভীরা, আলকাপ, জারি বা উত্তরবঙ্গের ভাওয়াইয়া লোকসঙ্গীত। ভাদু শিল্পীরা জানিয়েছেন, সরকার যদি তাঁদের আর্থিক এবং সামাজিকভাবে সহায়তা করে তবেই বেঁচে থাকবে এই ভাদু গান।
advertisement
advertisement
Koushik Adhikary
view commentsLocation :
First Published :
September 13, 2022 1:33 PM IST
বাংলা খবর/ খবর/মুর্শিদাবাদ/
Murshidabad News: রাঢ় বাংলার লোকগীতি ভাদু গানে মাতলেন মুর্শিদাবাদের শিল্পীরা