কখনও ভাবেনি এই পরিনতি হবে। মাথা গুঁজে থাকার শেষ সম্বল টুকুও চলে গেল এবার গঙ্গায়। চোখের জল ফেলা ছাড়া কিছুই করার নেই ভাঙন কবলিত এলাকার বাসিন্দাদের! তিল তিল করে গড়ে তোলা আস্ত দোতলা, তিনতলা বাড়ি নিমিষেই চলে গেল গঙ্গা গর্ভে। সামসেরগঞ্জে ভয়াবহ গঙ্গা ভাঙনের আতঙ্ক তাড়া করল রবিবারেও। শনিবার বিকেল থেকে শুরু হয়েছে ভাঙন।
advertisement
শনিবার নিউজ 18 লোকালের পর্দায় দেখিয়ে ছিলাম গঙ্গায় তলিয়ে যাচ্ছে আস্ত দোতলা বাড়ি। এবার আরও বাড়ি তলিয়ে গেল। তলিয়ে গিয়েছে আরও তিনটা পাকা বাড়ি। যার ফলে রবিবারও অব্যাহত থাকল গঙ্গা ভাঙন। ঘটনায় রীতিমতো আতঙ্ক ছড়িয়েছে মুর্শিদাবাদের সামসেরগঞ্জের মহেশটোলা গ্রামে। ভাঙ্গন আতঙ্কে কার্যত গ্রাম জুড়ে কান্নার রোল পরে যায়। কোথায় যাবেন? কী খাবেন? তা নিয়ে কার্যত অনিশ্চয়তায় ভুগতে শুরু করে দিয়েছেন ভাঙনকবলিত এলাকার বাসিন্দারা। মাথা গোঁজার আশ্রয় হারিয়ে নিরুপায় আর অসহায় সাধারণ মানুষ।
আরও পড়ুন Malda News: স্ত্রীর আপত্তিকর ছবি সোশ্যাল মিডিয়ায় ফাঁস করলেন খোদ স্বামী! চূড়ান্ত অপমান স্ত্রীর
মুর্শিদাবাদ জেলার সামশেরগঞ্জ ব্লকের মহেশটোলা গ্রাম বেশ কিছু দিন ধরেই সংবাদের শিরোনামে। আমরা আগেই দেখিয়ে ছিলাম গঙ্গা ভাঙনের আতঙ্কে ঘরছাড়া পরিবার।ঘর থেকে আসবাব পত্র নিয়ে অন্যত্র চলে যাচ্ছেন বাসিন্দারা । তবে এবার একের পর বাড়ি তলিয়ে গেল গঙ্গা গর্ভে যা ভাবতে পারছেন না ভাঙন কবলিত এলাকার বাসিন্দারাও ।আর ভাঙন কবে শেষ হবে, নাকি গঙ্গা ভাঙন রোধের নামে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে কাজ হবে, তা নিয়ে প্রশ্ন চিহ্ন উঠতে শুরু করেছে। অবিলম্বে এই গঙ্গা ভাঙনের সমস্যা সমাধানের দাবি করেছেন সকলেই ।তবে ভোট আসে ভোট যায় তবুও এই গঙ্গা ভাঙনের সমস্যার স্থায়ী সমাধান হয় না কোনও দিনও। আদৌ সমস্যা সমাধান হবে নাকি চোখের সামনেই নিমেষে তলিয়ে যাবে গ্রামের পর গ্রাম, সেই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে সকলের মনে৷
কৌশিক অধিকারী