TRENDING:

Murshidabad News: মাথা গোঁজার সম্বলটাও কেড়ে নিল গঙ্গা, দেখতে দেখতে তিন তলা বাড়ি মিলিয়ে গেল জলে! কবে মিলবে স্বস্তি?

Last Updated:

ভাঙ্গন আতঙ্কে কার্যত গ্রাম জুড়ে কান্নার রোল পরে যায়। কোথায় যাবেন? কী খাবেন? তা নিয়ে কার্যত অনিশ্চয়তায় ভুগতে শুরু করে দিয়েছেন ভাঙনকবলিত এলাকার বাসিন্দারা। মাথা গোঁজার আশ্রয় হারিয়ে নিরুপায় আর অসহায় সাধারণ মানুষ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুর্শিদাবাদ: মুর্শিদাবাদ জেলাতে গঙ্গা ভাঙন ফের। এবার গঙ্গার গ্রাসে তলিয়ে গেল আস্ত তিনতলা বাড়ি। শনিবারের পর রবিবার ক্রমশ ভয়াবহ গঙ্গা ভাঙন তলিয়ে যাচ্ছে দ্বিতলা-তিনতলা বাড়ি। চোখের সামনে গঙ্গার ভয়াবহ ভাঙনে নিঃস্ব হয়ে যাচ্ছেন মুর্শিদাবাদের সামসেরগঞ্জের মহেশটোলা গ্রামের বাসিন্দারা।
advertisement

কখনও ভাবেনি এই পরিনতি হবে। মাথা গুঁজে থাকার শেষ সম্বল টুকুও চলে গেল এবার গঙ্গায়। চোখের জল ফেলা ছাড়া কিছুই করার নেই ভাঙন কবলিত এলাকার বাসিন্দাদের! তিল তিল করে গড়ে তোলা আস্ত দোতলা, তিনতলা বাড়ি নিমিষেই চলে গেল গঙ্গা গর্ভে। সামসেরগঞ্জে ভয়াবহ গঙ্গা ভাঙনের আতঙ্ক তাড়া করল রবিবারেও। শনিবার বিকেল থেকে শুরু হয়েছে ভাঙন।

advertisement

আরও পড়ুন Crime News: সাক্ষাৎ ২২ শে শ্রাবণ সিনেমা! প্রাক্তন পুলিশ কর্মীই ২ ব্যবসায়ী অপহরণের হোতা, ২৫ লক্ষ টাকা মুক্তিপণ দাবি

শনিবার নিউজ 18 লোকালের পর্দায় দেখিয়ে ছিলাম গঙ্গায় তলিয়ে যাচ্ছে আস্ত দোতলা বাড়ি। এবার আরও বাড়ি তলিয়ে গেল। তলিয়ে গিয়েছে আরও তিনটা পাকা বাড়ি। যার ফলে রবিবারও অব্যাহত থাকল গঙ্গা ভাঙন। ঘটনায় রীতিমতো আতঙ্ক ছড়িয়েছে মুর্শিদাবাদের সামসেরগঞ্জের মহেশটোলা গ্রামে। ভাঙ্গন আতঙ্কে কার্যত গ্রাম জুড়ে কান্নার রোল পরে যায়। কোথায় যাবেন? কী খাবেন? তা নিয়ে কার্যত অনিশ্চয়তায় ভুগতে শুরু করে দিয়েছেন ভাঙনকবলিত এলাকার বাসিন্দারা। মাথা গোঁজার আশ্রয় হারিয়ে নিরুপায় আর অসহায় সাধারণ মানুষ।

advertisement

View More

আরও পড়ুন Malda News: স্ত্রীর আপত্তিকর ছবি সোশ্যাল মিডিয়ায় ফাঁস করলেন খোদ স্বামী! চূড়ান্ত অপমান স্ত্রীর

মুর্শিদাবাদ জেলার সামশেরগঞ্জ ব্লকের মহেশটোলা গ্রাম বেশ কিছু দিন ধরেই সংবাদের শিরোনামে। আমরা আগেই দেখিয়ে ছিলাম গঙ্গা ভাঙনের আতঙ্কে ঘরছাড়া পরিবার।ঘর থেকে আসবাব পত্র নিয়ে অন্যত্র চলে যাচ্ছেন বাসিন্দারা । তবে এবার একের পর বাড়ি তলিয়ে গেল গঙ্গা গর্ভে যা ভাবতে পারছেন না ভাঙন কবলিত এলাকার বাসিন্দারাও ।আর ভাঙন কবে শেষ হবে, নাকি গঙ্গা ভাঙন রোধের নামে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে কাজ হবে, তা নিয়ে প্রশ্ন চিহ্ন উঠতে শুরু করেছে। অবিলম্বে এই গঙ্গা ভাঙনের সমস্যা সমাধানের দাবি করেছেন সকলেই ।তবে ভোট আসে ভোট যায় তবুও এই গঙ্গা ভাঙনের সমস্যার স্থায়ী সমাধান হয় না কোনও দিনও। আদৌ সমস্যা সমাধান হবে নাকি চোখের সামনেই নিমেষে তলিয়ে যাবে গ্রামের পর গ্রাম, সেই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে সকলের মনে৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
স্বাধীনতা আন্দোলনের গোপন ঘাঁটি ছিল এই কালীমন্দির! দেখে আসুন নিজের চোখেই
আরও দেখুন

কৌশিক অধিকারী

বাংলা খবর/ খবর/মুর্শিদাবাদ/
Murshidabad News: মাথা গোঁজার সম্বলটাও কেড়ে নিল গঙ্গা, দেখতে দেখতে তিন তলা বাড়ি মিলিয়ে গেল জলে! কবে মিলবে স্বস্তি?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল