জানা গিয়েছে, শুক্রবার সকালে সালার থানার মালিহাটি থেকে শিশুকে নিয়ে ডাক্তার দেখাতে এসেছিলেন মুন্না সেখ ও মনিকা বিবি। বেলডাঙায় ডাক্তার দেখিয়ে ওই শিশুর মাসির বাড়িতে যাচ্ছিলেন তারা । মটর বাইকে একসাথে চারজন যাওয়ার কারনেই বেলডাঙায় জাতীয় সড়কের উপরে ঘটে মর্মান্তিক এই পথ দুর্ঘটনা।
আরও পড়ুনঃ ডোমকলে কি সাফল্য পেল পুলিশ! দেখুন নিজেই...
advertisement
স্থানীয় সূত্রে জানা যায়, কারো মাথায় ছিল না হেলমেট। হেলমেট না থাকার কারণেই এই মর্মান্তিক পথ দুর্ঘটনা ঘটে। যদিও কোনক্রমে প্রাণ বেঁচেছে ওই শিশু। তিনজনের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে গোটা পরিবার জুড়ে।
আরও পড়ুনঃ কান্দি বিমল চন্দ্র কলেজ মোড় এলাকায় অগ্নিকাণ্ড, এলাকায় চাঞ্চল্য
অন্যদিকে, কান্দি ডাকবাংলা রাজ্য সড়কে বড়ঞা ব্লক কৃষক বাজারের কাছে শুক্রবার সকালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে জমিতে উল্টে গেল ট্রলার। ঘটনায় গুরুতর জখম হয়েছে ট্রলারের চালক ও তার সহকারী। আহতদের উদ্ধার করে বড়ঞা গ্রামীন হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায় বড়ঞা থানার পুলিশ। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, ট্রলারটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি বিদ্যুতের খুঁটিতে ধাক্কা মেরে জমিতে উল্টে যায়। বড়ঞা থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে, নাগাল্যান্ড থেকে ট্রেলারটি বড়ঞা দিকে যাচ্ছিল। চালক ঘুমিয়ে পরায় দুর্ঘটনাটি ঘটেছে বলে অনুমান পুলিশের।
KOUSHIK ADHIKARY