Murshidabad News: কান্দি বিমল চন্দ্র কলেজ মোড় এলাকায় অগ্নিকাণ্ড, এলাকায় চাঞ্চল্য

Last Updated:

বৃহস্পতিবার রাতে স্থানীয় বাসিন্দা এবং ব্যবসায়ীরা লক্ষ্য করেন, কান্দি বিমল চন্দ্র কলেজ মোড় সংলগ্ন এলাকার কানা ময়ূরাক্ষী নদীর চরে আগুনের শিখা।

Kandi Bimal Chandra College intersection area catched by fire
Kandi Bimal Chandra College intersection area catched by fire
#মুর্শিদাবাদ: মুর্শিদাবাদ জেলার কান্দি শহরের কান্দি বিমল চন্দ্র কলেজ মোড়ে এলাকায়, অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হল বৃহস্পতিবার রাতে। বৃহস্পতিবার রাতে স্থানীয় বাসিন্দা এবং ব্যবসায়ীরা লক্ষ্য করেন, কান্দি বিমল চন্দ্র কলেজ মোড় সংলগ্ন এলাকার কানা ময়ূরাক্ষী নদীর চরে আগুনের শিখা।
স্থানীয় বাসিন্দারা আগুন দেখতে পেলে দমকলে খবর দিলে কান্দি মহকুমার দমকল বাহিনীর দুটি ইঞ্জিন ঘটনা স্থলে পৌঁছয় এবং আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনায় তদন্ত ইতিমধ্যে শুরু করেছে কান্দি থানার পুলিশ ও কান্দি দমকল বাহিনী।
advertisement
advertisement
তবে লোকালয়ের মোঝে কান্দি বিমল চন্দ্র কলেজ মোড় সংলগ্ন এলাকার একটি বেসরকারি হাসপাতালের পিছনে এই অগ্নিকাণ্ডের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়ায় বৃহস্পতিবার রাতে। কানা ময়ূরাক্ষী নদীর চরে আগুনের ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয় এলাকাবাসীদের মধ্যে। ঘটনা স্থলে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য কান্দি মহকুমা আরক্ষা আধিকারিক সাগর রানার ও কান্দি থানার ভারপ্রাপ্ত আধিকারিক সুভাষ ঘোষের নেতৃত্বে কান্দি থানার বিশাল পুলিশ বাহিনী মোতায়েন ছিল।
advertisement
স্থানীয় বাসিন্দারা জানান, বৃহস্পতিবার রাতে হঠাৎই আগুনের শিখা দেখতে পাওয়া যায়। তবে, পাশেই বেসরকারি নার্সিংহোম থাকার কারণে এই অগ্নিকাণ্ডের ফলে ভয়ের সৃষ্টি হয়। তবে দমকলের দুটি ইঞ্জিনের প্রচেষ্টায় দ্রুত গতিতে আগুন নিয়ন্ত্রণে আসে। দমকলের আধিকারিক জানান, বেসরকারি নার্সিংহোমের পাশেই এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে বড় ধরনের সেই ভাবে কোন ক্ষয়ক্ষতি হয়নি। কিভাবে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল তার তদন্ত করে দেখা হবে বলে জানা গিয়েছে।
advertisement
Kaushik Adhikary
বাংলা খবর/ খবর/মুর্শিদাবাদ/
Murshidabad News: কান্দি বিমল চন্দ্র কলেজ মোড় এলাকায় অগ্নিকাণ্ড, এলাকায় চাঞ্চল্য
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement