সোমবার রাতে সাইকেল চোর সন্দেহে এক যুবককে আটক করে পুলিশের হাতে তুলে দিল স্থানীয় বাসিন্দারা। সোমবার রাতে এই ঘটনা মুর্শিদাবাদের কান্দি পৌরসভার ১৭ নম্বর ওয়ার্ডের রাধাবাজার এলাকায়।
বেশ কয়েকদিন থেকেই ওই এলাকার বিভিন্ন অফিস ও প্রাইভেট টিউশন পড়তে আসা ছাত্র ছাত্রীদের সাইকেল চুরি যাচ্ছিল বলে অভিযোগ। এদিন ওই যুবককে সন্দেহ জনক ভাবে ঘুরতে দেখে স্থানীয় বাসিন্দা দের সন্দেহ হয়। ওই যুবক ধাওয়া করলে ছুটে পালাতে গেলে স্থানীয়দের কাছে ধরা পড়ে যায়। স্থানীয় বাসিন্দারা রাস্তার পোলে বেঁধে রেখে পুলিশ কে খবর দিলে, কান্দি থানার পুলিশ এসে ওই যুবকের আটক করে নিয়ে যায়। ঘটনার জেরে উত্তেজনা ছড়ায় এলাকায়।
advertisement
আরও পড়ুন: নসীপুর রেল ব্রীজ পরিদর্শন করলেন অধীর চৌধুরী ও রেল আধিকারিকরা
আরও পড়ুন: স্কুলের মধ্যেই পাখিদের জন্য বাসা তৈরি করল পড়ুয়ারা!
স্হানীয় বাসিন্দারা জানান, এলাকায় নিত্যদিন সাইকেল চুরির ঘটনা বেড়ে যাচ্ছে। আর আমরা চাই পুলিশ সঠিক ভাবে তদন্ত করে দোষীদের চিহ্নিত করে শাস্তির ব্যবস্থা গ্রহণ করুক । তবে সাইকেল চুরির ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ প্রশাসন।
মুর্শিদাবাদ পুলিশ জেলার পক্ষ থেকে সম্প্রতি কান্দি ও বহরমপুর থানা এলাকায় অভিযান চালিয়ে চুরি যাওয়া সাইকেল উদ্ধার হয়। গ্রেফতারও করা হয় কয়েকজনকে।
কৌশিক অধিকারী






