জানা গিয়েছে, খড়গ্রাম থানার অন্তর্গত মাড়গ্রামের বাসিন্দা রনজয় দাসের ছেলে রিন্টু দাস। বর্তমানে মাড়গ্রাম হাই স্কুলের অষ্টম শ্রেণির পাঠরত।
বেশ কিছু দিন ধরেই বাড়িতে মোবাইল গেমের ওপর আসক্তি ছিল। আর তা নিয়ে বাড়িতে বকাবকি করতেই সোমবার রাতে নিজের বাড়িতে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করলেন রিন্টু দাস।পরিবারের সদস্যদের নজরে এলে খড়গ্রাম থানার পুলিশ কে খবর দেওয়া হয়। পুলিশ এসে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কান্দি মহকুমা হাসপাতালে মর্গে পাঠিয়েছেন মঙ্গলবার সকালে।মৃত কিশোরের আত্মীয় মধূসুদন দাস জানান,
advertisement
বেশ কিছু দিন ধরেই বাড়িতে পড়াশুনো না করে মোবাইল গেমের প্রতি আকৃষ্ট ছিল রিন্টু দাস। বর্তমানে সে মাড়গ্রাম হাইস্কুলের অষ্টম শ্রেণির ছাত্র ছিল। সোমবার রাতে মোবাইল গেম খেলা নিয়ে বাড়িতে বকাবকি করতেই গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে কিশোর। আমরা ঘটনার কথা জানতেই, থানায় খবর দি। খড়গ্রাম থানার পুলিশ দেহ উদ্ধার করে নিয়ে যায়।তবে মনোরোগ চিকিৎসক জানান ৷
আরও পড়ুন: Alipurduar News: পুজোর মুখে জমছে না হাট, চিন্তায় আলিপুরদুয়ারের ব্যবসায়ীরা
আরও পড়ুন: South 24 Parganas News: বর্ষা ও নিম্নচাপের জোড়া ফলায় মাথায় হাত দক্ষিণ ২৪ পরগনার সব্জি চাষিদের
বর্তমানে ছাত্ররা অনলাইন গেমের প্রতি বড্ড আকৃষ্ট। ছাত্র ও ছাত্রীদের কাউন্সিলিং করতে হবে। মোবাইল গেমের কুফল সম্পর্কে অভিভাবকদের সতর্কতা করতে হবে। বকাবকি না করে কাউন্সিলিং দরকার বলেই জানান চিকিৎসক। পরিবারের ছাত্রের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে গোটা পরিবার জুড়ে ।মঙ্গলবার দুপুরে দেহ ময়না তদন্তের পর দেহ তুলে দেওয়া হয় হবে পরিবারের সদস্যদের হাতে বলে জানা গিয়েছে ।
কৌশিক অধিকারী