South 24 Parganas News: বর্ষা ও নিম্নচাপের জোড়া ফলায় মাথায় হাত দক্ষিণ ২৪ পরগনার সব্জি চাষিদের

Last Updated:

South 24 Parganas News: বঙ্গোপসাগরে নিম্নচাপের প্রভাবে গত দুদিন ক্রমাগত ভারী বর্ষণের ফলে দক্ষিণ চব্বিশ পরগনার বিভিন্ন প্রান্তের পাশাপাশি সুন্দরবন এলাকার বিস্তীর্ণ এলাকার চাষের জমি প্লাবিত হয়েছে। নিচু জমিতে ডুবে গিয়েছে ধান গাছ। রবি শস্যের খেত গুলিতে জল জমে সবজির ক্ষতি।

নিজস্ব ছবি  ৷
নিজস্ব ছবি ৷
#সুন্দরবন: বর্ষা ও নিম্নচাপের জোড়া ফলায় মাথায় হাত দক্ষিণ ২৪ পরগনার সুন্দরবনের চাষী পরিবারের। বঙ্গোপসাগরে নিম্নচাপের প্রভাবে গত দুদিন ক্রমাগত ভারী বর্ষণের ফলে দক্ষিণ চব্বিশ পরগনার বিভিন্ন প্রান্তের পাশাপাশি সুন্দরবন এলাকার বিস্তীর্ণ এলাকার চাষের জমি প্লাবিত হয়েছে। নিচু জমিতে ডুবে গিয়েছে ধান গাছ। রবি শস্যের খেত গুলিতে জল জমে থাকায় ব্যাপক ক্ষতির আশঙ্কা করছে কৃষিকরা।
দক্ষিণ চব্বিশ পরগনার সুন্দরবন সংলগ্ন জয়নগর থানার অন্তর্গত দক্ষিণ বারাসাত অঞ্চলের মুকুন্দপুর এলাকার এক চাষী দীপক কাঙ্গাল তিনি জানান চড়া সুদে ঋণ নিয়ে বিঘার পর বিঘা জমিতে আমরা সবজি চাষ করেছি। আর কয়েক দিনের মধ্যে এই সবজি আমরা বাজারে নিয়ে গিয়ে বিক্রি করি তা থেকে যা উপার্জন হয়। আমরা আমাদের দেনা শোধ করার পাশাপাশি এই টাকা দিয়েই আমরা আমাদের সংসার চলে। এভাবে প্রাকৃতিক দুর্যোগ নিম্নচাপের প্রভাবে বৃষ্টি হওয়ায় সেই সব জমিতে জল জমে গিয়েছে কীভাবে আমরা এই গাছগুলি বাঁচিয়ে রাখবো সেই নিয়ে দুশ্চিন্তায় পড়েছি আমরা।
advertisement
নিম্নচাপের প্রভাবে ক্রমাগত এভাবে বৃষ্টিতে জমিতে জল জমে যাওয়ায় ধান গাছ এবং সব্জি চাষিরা কিভাবে রক্ষা করবেন তার উপায় জানালেন নিমপীঠ কৃষি বিজ্ঞান কেন্দ্রের প্রধান বিজ্ঞানী চন্দন মণ্ডল।
advertisement
আরও পড়ুন:  East Medinipur News: একটানা আর দিঘা যাত্রা করতে হবে না, পথই আরাম করুন এই জায়গায়, রইল হদিশ
তিনি জানালেন এই বৃষ্টিতে সবজি চাষে প্রচন্ড ক্ষতি করে দিচ্ছে । তবে যেখানে ঢেঁড়স গাছের গোড়ায় জল জমলে খুব একটা ক্ষতি হবে না। কিন্তু যেখানে টমেটো ছাড়া অন্যান্য সবজি অনেকে চাষ করেছেন তাদের ক্ষেত্রে জমির পাড়েও বাগানে সেই সব্জি কিন্তু নষ্ট হয়ে যাবে এই বৃষ্টির ফলে। তার জন্য যথাযথ পরামর্শ নিতে হবে।
advertisement
আরও পড়ুন: BJP Nabanna Abhijan: মিছিল লক্ষ্য করে কাঁদানে গ্যাস, জলকামান! পাল্টা ইট-পাথর বিজেপির! শহরজুড়ে ধুন্ধুমার
পাশাপাশি এই বৃষ্টির জন্য পরবর্তী ফসলের জন্য জমি তৈরি করতে অনেকটাই পিছিয়ে যাবে তার জন্য কিন্তু আমাদের ভীষণভাবে পরামর্শ নেওয়া দরকার। এই বর্ষার পরেই একটু রোদ এলে মাটি কুপিয়ে বা একটা দিয়ে মাটিগুলো উল্টে দেওয়া খুব প্রয়োজন। যার ফলে মাটি জমা জল শুকিয়ে আসবে এবং তার সাথে সাথে জৈব সার এবং রোগনাশক ব্যবহার করে জমি তৈরি করে নিতে হবে।
advertisement
সুমন সাহা
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South 24 Parganas News: বর্ষা ও নিম্নচাপের জোড়া ফলায় মাথায় হাত দক্ষিণ ২৪ পরগনার সব্জি চাষিদের
Next Article
advertisement
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, হেভি মেটাল ড্রামার! ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
  • সানায়ে তাকাইচি জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন, ইতিহাস গড়লেন.

  • তাকাইচি থ্যাচারের অনুপ্রেরণায় এলডিপি সভাপতি ও সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে প্রধানমন্ত্রী হলেন.

  • তাকাইচি একজন হেভি মেটাল ড্রামার, কলেজ জীবনে ব্যান্ডে ড্রাম বাজাতেন, প্রিয় ব্যান্ড Iron Maiden.

VIEW MORE
advertisement
advertisement