East Medinipur News: একটানা আর দিঘা যাত্রা করতে হবে না, পথেই আরাম করুন এই জায়গায়, রইল হদিশ

Last Updated:

সামনের পুজোর ছুটি বা উইক এন্ডে দিঘা যাচ্ছেন? তাহলে একটানা দিঘা না যাত্রা করে দিঘার আগেই সরকারি ফার্ম হাউসে বিশ্রাম নিয়ে আবার দিঘার উদ্দেশ্যে রওনা দিন।

দিঘা যাওয়ার পথে ইকো এন্ড ন্যাচারাল হাব অবসারিকা
দিঘা যাওয়ার পথে ইকো এন্ড ন্যাচারাল হাব অবসারিকা
#পূর্ব মেদিনীপুর: সামনের পুজোর ছুটি বা উইক এন্ডে দিঘা যাচ্ছেন? বারবার দিঘা না গিয়ে দিঘার মতোই অন্য একটি অপূর্ব জায়গা ঘুরে আসতে পারেন৷ দিঘার কিছুটা আগেই সরকারি ফার্ম হাউসে বিশ্রাম নিয়ে আবার দিঘার উদ্দেশ্যে রওনা দিন। দিঘায় যাওয়ার পথে নিরিবিলি দিঘায় জায়গা খুঁজছেন যেখানে খাওয়া-দাওয়াসহ প্রকৃতির মাঝে বিশ্রাম নেওয়া যায়। তাহলে দিঘা যাওয়ার পথে চলে আসুন সরকারি উদ্যোগে গড়ে ওঠা ক্যানেলের পাশে গাছ গাছালি ঘেরা প্রাকৃতিক মনোরম পরিবেশে গড়ে ওঠা সরকারি ফার্ম হাউসে।
দিঘা ঘুরে যাওয়া পর্যটকদের জন্য সুখবর। একটানা দিঘা গাড়ি চালানোর ধকল আর নয়। মাঝে সরকারি ফার্ম হাউসে বিশ্রাম নিয়ে আবার দিঘার পথে যাত্রা শুরু করুন। কোনও পথসাথীর কথা এখানে বলা হচ্ছে না। দিঘা যাওয়ার পথে সরকারি উদ্যোগে তৈরি হয়েছে বিশাল জায়গা জুড়ে ফার্ম হাউস। কলকাতা থেকে দিঘা যাওয়ার রাস্তায়  জাতীয় সড়কের পাশে তৈরি হয়েছে ডব্লিউ বি সি এ ডি এর সি ফার্ম হাউস। কলকাতা থেকে যেসব পর্যটকেরা দিঘা গাড়ি বা বাইক নিয়ে যাতায়াত করেন তাদের একটানা গাড়ি চালানোর ধকল কমবে মারিশদা থানা এলাকার ইড়িঞ্চি ক্যানেলের ধারে গড়ে ওঠা ইকো অ্যান্ড ন্যাচারাল হাব অবসারিকায়।
advertisement
advertisement
পশ্চিমবঙ্গ পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতরের অধীনে সিএডিসি তমলুকের উদ্যোগে গড়ে উঠেছে এই ফার্ম হাউস। কী রয়েছে এই ইকো অ্যান্ড ন্যাচারাল হাব আবাসারিকায়? ইড়িঞ্চি ক্যানেলের ধারে গড়ে ওঠা এই অবসারিকা রয়েছে দুটি কটেজ, রেস্টুরেন্ট৷ চা কফি স্ন্যাকস সহ পাওয়া যাবে লাঞ্চ ও ডিনার। ঘোরার জন্য বিশাল আমবাগান রয়েছে৷ বাগানে দোলনার ব্যবস্থা করা হয়েছে৷ ছেলেমেয়েদের খেলার জন্য পার্ক, সবজি চাষের বাগান রয়েছে৷ পুকুর ও ইড়িঞ্চি ক্যানেলে বোটিং এর ব্যবস্থা করা হয়েছে। আলাদা স্নানঘর এবং পুরুষ ও মহিলাদের জন্য আলাদা আলাদা টয়লেট। গাড়ি পার্কিংয়ের সুবিধাও রয়েছে।
advertisement
দিঘায় যাওয়া পর্যটকদের পথের ক্লান্তি মেটাতে এই ইকো অ্যান্ড ন্যাচারাল হাব অবসারিকা গড়ে তোলা হয়েছে। এমনকি পরিবার নিয়ে এক দু রাত কাটাতে পারবেন পর্যটকেরা। কটেজে রয়েছে ডুপ্লেক্স রুম। চাইলেই কেউ সহজেই ইড়িঞ্চি ক্যানেলের ধারে গড়ে ওঠা এই অবসারিকায় খোলা প্রকৃতির মাঝে অবসর সময় কাটাতে পারেন। ডুপ্লেক্স রুমের ভাড়া আড়াই হাজার টাকা প্রতিদিন। লাঞ্চ ডিনার ব্রেকফাস্ট বাজার দরের ওপর নির্ধারিত। পশ্চিমবঙ্গ পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতরের অধীনে সিএডিসি তমলুকের উদ্যোগে নিরিবিলি প্রাকৃতিক পরিবেশে গড়ে ওঠা এই ইকো অ্যান্ড ন্যাচারাল হাব দিঘায় যাওয়া পর্যটকদের ক্লান্তি মেটাবে।
advertisement
সিএডিসি তমলুক প্রকল্পের ডাইরেক্টর উত্তম লাহা জানিয়েছেন, "ইকো অ্যান্ড ন্যাচারাল হাব অবসারিকায় মোট ২০ টি কটেজ তৈরির চিন্তাভাবনা নেওয়া হয়েছে। বর্তমানে দুটি কটেজ নিয়েই চলছে। এই ইকো অ্যান্ড ন্যাচারাল হাব পরিচালনার দায়িত্বে আছে স্ব সহায়ক দলের মহিলারা। নিজেদের ফার্মের।\"ইকো অ্যান্ড ন্যাচারাল হাব অবসরিকায় তামাক ও মদ্যপানে অনুমতি নেই। অবসরিকা জন্মদিন সহ ছোটখাটো অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া। ইকো অ্যান্ড ন্যাচারাল হাব অবসারিকা বুকিং এর জন্য ফোন নম্বর ৬২৯৫৫৭৪৮২২, ৮৯১৮৭৭১৯৭৪, ৯৭৩৫৬৫৬৬১০, ৮১৬৭২০৭৬০৪
advertisement
Saikat Shee
view comments
বাংলা খবর/ খবর/পূর্ব মেদিনীপুর/
East Medinipur News: একটানা আর দিঘা যাত্রা করতে হবে না, পথেই আরাম করুন এই জায়গায়, রইল হদিশ
Next Article
advertisement
West Bengal Weather Update: সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ ! সপ্তাহান্তে বঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা
সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ ! সপ্তাহান্তে বঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা
  • সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ !

  • সপ্তাহান্তে বঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা

  • তবে আগামী দু’দিন রাজ্যে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই

VIEW MORE
advertisement
advertisement