আশায় আউশগ্রামের ডোকরা শিল্পীরা, বিক্রি বাড়বে উৎসবের মরশুমে

Last Updated:

পশ্চিমবঙ্গ খাদি ও গ্রামীণ শিল্প পর্ষদ সূত্রে জানা গিয়েছে, এখানকার দ্বারিয়াপুরের শিল্প 'বেঙ্গল ডোকরা' নামে জিআই শংসাপত্র পেয়েছে। এর ফলে তার চাহিদা ও কদর বাড়বে। দেশ-বিদেশে রপ্তানির সুযোগ হবে।

#আউশগ্রাম: এবার উৎসবের মরশুমে বিক্রিবাটা বাড়বে বলে মনে করছেন পূর্ব বর্ধমানের আউশগ্রামের দ্বারিয়াপুরের ডোকরা শিল্পীরা। তাঁদের আশা, এবার আউশগ্রামে উল্লেখযোগ্যভাবে বাড়বে পর্যটকের সংখ্যা। সেই সূত্রেই বিক্রি বাড়বে ডোকরার।
ইতিমধ্যেই অঞ্চলেরই ১২ জন ডোকরা শিল্পী জিআই শংসাপত্র পেয়েছেন। এর ফলে দেশের বড় শহর, এমনকি বিদেশেও ডোকরা শিল্পের চাহিদা বাড়বে বলে মনে করছেন তাঁরা।
আউশগ্রাম এক নম্বর ব্লকের দ্বারিয়াপুর ডোকরা শিল্পের গ্রাম নামেই পরিচিত। মধ্যপ্রদেশের বস্তারের ৩০-৪০ জনের একটি দল ষাটের দশকে এই অঞ্চলে এসে বসবাস শুরু করেন। তখন থেকেই তাঁরা এখানে ডোকরা শিল্পের কাজ করে চলেছেন।
advertisement
advertisement
অনন্য শিল্পের জন্য মিলেছে রাষ্ট্রপতি পুরস্কার। তবে বিপণনে ঘাটতি রয়েছে। এখানকার উৎপাদিত শিল্পের বিক্রি পর্যটক নির্ভর। আউশগ্রামের জঙ্গলে পর্যটকরা আসেন। তারাই দ্বারিয়াপুর ঘুরে যান। ঘর থেকেই বিক্রি হয় ডোকরা।
তাই এবার পর্যটক বৃদ্ধির আশায় বুক বাঁধছেন শিল্পীরা। কয়েক জন কলকাতা বা শান্তিনিকেতনে হস্ত শিল্প মেলায় স্টল দেন। বাকিদের বিক্রি ঘর থেকেই হয়। কিছু কিছু সময় সরকারি ও বেসরকারি সংস্থা এখানকার শিল্প সামগ্রী কিনে নিয়ে যায়। শিল্পীরা বলছেন, বিপণনের আরও ক্ষেত্র প্রস্তুত করে দিক সরকার। সেই সঙ্গে উন্নত প্রযুক্তি ও প্রশিক্ষণের বন্দোবস্ত করা হোক।
advertisement
পশ্চিমবঙ্গ খাদি ও গ্রামীণ শিল্প পর্ষদ সূত্রে জানা গিয়েছে, এখানকার দ্বারিয়াপুরের শিল্প 'বেঙ্গল ডোকরা' নামে জিআই শংসাপত্র পেয়েছে। এর ফলে তার চাহিদা ও কদর বাড়বে। দেশ-বিদেশে রপ্তানির সুযোগ হবে।
জিআই সম্পর্কে সচেতন করতে দ্বারিয়াপুরে ডোকরা শিল্পীদের নিয়ে শিবির করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ধাপে ধাপে এলাকার সব শিল্পীকেই জিআই শংসাপত্র দেওয়া হবে। তাদের চাহিদা অনুযায়ী যন্ত্রাংশ দেওয়া ও কর্মশালা গড়া হবে। গোগরা শিল্পীদের মান উন্নয়নে সব রকম চিন্তাভাবনা করা হচ্ছে। আগে মহাজনরা অনেক কম দাম দিয়ে এইসব শিল্প সামগ্রী কিনে নিয়ে অনেক চড়া দামে বিক্রি করত। সেসব অনেকটাই বন্ধ হয়েছে এখন।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
আশায় আউশগ্রামের ডোকরা শিল্পীরা, বিক্রি বাড়বে উৎসবের মরশুমে
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement