মুর্শিদাবাদের সুতির গোঠা এ আর রহমান স্কুলের কর্মশিক্ষার শিক্ষক অনিমেষ তেওয়ারি। এমনই চাঞ্চল্যকর তথ্য ফাঁস হতেই জেলাজুড়ে কার্যত শোরগোল পড়েছে। জানা গিয়েছে, ভূগোলের শিক্ষক পদে অরবিন্দ মাইতি নামে এক শিক্ষক নিয়োগ পত্র পান বেলডাঙার একটি স্কুলে। তাঁর ভূগোলের নিয়োগপত্র জালিয়াতি করে অনিমেষ তেওয়ারি চাকরি করছেন সুতির গোঠা স্কুলে। প্রাথমিক তথ্যে এমনটাই বিস্ফোরক তথ্য উঠে এসেছে। ইতিমধ্যেই কর্মশিক্ষার শিক্ষক পদে অনিমেষ তেওয়ারির স্কুল রেজিস্ট্রার সহ যাবতীয় নথি বাজেয়াপ্ত করার নির্দেশ দিয়েছেন বিচারপতি বিশ্বজিৎ বসু'।
advertisement
আরও পড়ুন: ভয়াবহ ঘটনা এনজেপি স্টেশনে! মৃত এক সেনা, আহত আরও ৪ জওয়ান! কী ঘটল এমন?
ওই শিক্ষককে নিয়ে বিচারপতি বলেন, 'স্কুলের পড়ুয়াদের অবস্থা আমি শুধু ভাবছি। কী পড়ছে তারা! ২০১৯ সাল থেকে তিনি বেতন নিচ্ছেন! 'প্রাতিষ্ঠানিক দুর্নীতি না ব্যাতিক্রমি দুর্নীতি সেটাই আদালত খতিয়ে দেখতে চাই।'
আরও পড়ুন: এবার চমকে দিলেন শতাব্দী রায়, কর্মীর বাড়িতে এ কী কাণ্ড ঘটালেন! বিতর্কে ইতি?
এদিকে অভিযুক্ত শিক্ষক ও স্কুলের প্রধান শিক্ষক কে আত্মপক্ষ সমর্থনে হলফনামা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। যদিও একাধিকবার প্রধান শিক্ষক কে ফোন করা হলেও তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়ে ওঠেনি। যদিও গ্রামবাসীদের দাবি, কি ভাবে এই ঘটনা ঘটল তার সঠিক প্রকৃত তদন্ত উদঘাটন হোক।