Satabdi Roy: এবার চমকে দিলেন শতাব্দী রায়, কর্মীর বাড়িতে এ কী কাণ্ড ঘটালেন! বিতর্কে ইতি?

Last Updated:

Satabdi Roy: শতাব্দী রায়কে কলকাতার ফুটপাথের এক দোকানে খাবার খেতে দেখা গিয়েছিল।

+
কর্মীর

কর্মীর বাড়িতে খাচ্ছেন শতাব্দী রায়

বীরভূম: গত সপ্তাহে রামপুরহাটের তেঁতুলিয়া গ্রামে দিদির সুরক্ষা কবচ কর্মসূচিতে অংশগ্রহণ করতে দেখা গিয়েছিল বীরভূম লোকসভা কেন্দ্রের সাংসদ শতাব্দী রায়কে। যেখানে তাকে ঘিরে এক বিতর্কিত অধ্যায় তৈরি হয়েছিল। বিতর্কিত অধ্যায় তৈরি হয়েছিল মূলত তার খাওয়াকে কেন্দ্র করে। তিনি নাকি ওইদিন দলীয় কর্মীর বাড়িতে খাবার খেতে বসে না খেয়েই উঠে যান। যদিও সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে পরে তিনি এবং আয়োজক জানিয়েছিলেন, খাবার খেয়েছিলেন।
এই ঘটনার পর শতাব্দী রায়কে কলকাতার ফুটপাথের এক দোকানে খাবার খেতে দেখা গিয়েছিল। একইভাবে বুধবার সিউড়ি দু'নম্বর ব্লকের অন্তর্গত এক তৃণমূল কর্মীর বাড়িতে পেট পড়ে মধ্যাহ্নভোজন করলেন। এদিনও তিনি তৃণমূল কর্মীর বাড়িতে মধ্যাহ্নভোজন করেন দিদির সুরক্ষা কবজ কর্মসূচিতে অংশগ্রহণ করে। এর পাশাপাশি তিনি স্পষ্টভাবে জানিয়ে দেন, রামপুরহাটে তার খাওয়াকে কেন্দ্র করে যে খবর সম্প্রচারিত হয়েছিল তা ভুল।
advertisement
advertisement
এদিন শতাব্দী রায় সিউড়ি দু'নম্বর ব্লকের অন্তর্গত বনশঙ্কা গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন ডোমাইপুর, বিড়ালতোড়, শিকারপুর গ্রাম ঘুরে দেখেন। তিনি সেই সকল গ্রাম ঘুরে দেখে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে তাদের অভাব অভিযোগ নিয়ে কথা বলেন এবং বিভিন্ন সরকারি প্রকল্পের যে সকল সুবিধা দেওয়া হয় সেগুলি নিয়েও কথা বলেন।
advertisement
এছাড়াও স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ে তিনি পৌঁছে সেখানকার পড়ুয়াদের সঙ্গেও কথা বলেন। এরপর শিকারপুর গ্রামের সজল সাহা নামে এক তৃণমূল কর্মীর বাড়িতে মধ্যাহ্নভোজন করেন। এদিন তিনি মধ্যাহ্নভোজনে খান আলু পোস্ত, ডাল, ভাত, মাছ ভাজা, পাঁচ তরকারি ইত্যাদি। কর্মীর বাড়িতে মধ্যাহ্নভোজন খেয়ে তিনি খুব খুশি বলেও জানিয়েছেন।
view comments
বাংলা খবর/ খবর/বীরভূম/
Satabdi Roy: এবার চমকে দিলেন শতাব্দী রায়, কর্মীর বাড়িতে এ কী কাণ্ড ঘটালেন! বিতর্কে ইতি?
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement