NJP Station: ভয়াবহ ঘটনা এনজেপি স্টেশনে! মৃত এক সেনা, আহত আরও ৪ জওয়ান! কী ঘটল এমন?
- Published by:Suman Biswas
- Written by:Partha Pratim Sarkar
Last Updated:
NJP Station: বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক সেনা জওয়ানের মৃত্যু, আহত ৪, এনজেপি স্টেশনের ঘটনা।
শিলিগুড়ি: ট্যাঙ্কারে জল ভরতে গিয়ে রেলের ওভারহেডের তারে স্পৃষ্ট হয়ে মৃত্যু এক সেনা জওয়ানের। আহত আরও ৪ জওয়ান। ঘটনাটি ঘটেছে নিউ জলপাইগুড়ি স্টেশনে।
জানা গিয়েছে, বৃহস্পতিবার সেনা বাহিনীর একটি ট্রেন এনজেপি স্টেশনের ৫ নং প্ল্যাটফর্মে এসে দাঁড়ায়। ওইসময় ট্যাঙ্কারে জল ভরতে গিয়ে আচমকা ওভারহেড তারে স্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই এক জওয়াবের মৃত্যু হয়।
advertisement
ওই জওয়ানকে রেল হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। আহতদের বেঙডুবি সেনা হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেনাবাহিনীর ট্রেন বিন্নাগুড়ি থেকে পোখরান যাচ্ছিল বলে সূত্রের খবর। অত্যন্ত ব্যস্ত এই স্টেশনে এমন মর্মান্তিক ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে বাকি যাত্রীদের মধ্যেও।
Location :
Kolkata,West Bengal
First Published :
January 19, 2023 11:44 AM IST