ঠিকানা: খড়গ্রাম বিডিও অফিস, মুর্শিদাবাদ, নগর , পিন- 742159
উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ রাজ্য স্বরোজগার নিগম লিমিটেডের চেয়ারম্যান তন্ময় ঘোষ, স্বরোজগার নিগম লিমিটেডের ম্যানেজিং ডাইরেক্টর নারায়ণ চন্দ্র সরকার, খড়গ্রামের বিডিও বাপী ধর সহ বিশিষ্ট ব্যক্তিরা। খড়গ্রাম ব্লকের বিভিন্ন জায়গা থেকে আসা হস্তশিল্পীরা এই প্রশিক্ষণ শিবিরে উপস্থিত ছিলেন।
advertisement
আরও পড়ুনঃ পুলিশের উদ্যোগে আয়োজিত হল সম্প্রীতির ভলিবল প্রতিযোগিতা
আয়োজকরা জানান, গ্রামের মহিলাদের কে স্বর্নিভর করার লক্ষ্যে শুধু প্রশিক্ষণই নয়, তাদের তৈরি জিনিস বাজারে বিক্রি সহ একাধিক বিষয় নিয়ে এই শিবিরের আয়োজন করা হয়েছে। সরকারী ভাবে এই উদ্যোগ গ্রহণে খুশি মহিলারা। শুধু বাড়িতে বসে থেকে নয়, নিজের পায়ে দাঁড়িয়ে আর্থিক রোজগার বৃদ্ধি একমাত্র লক্ষ্য স্বর্নিভর গোষ্ঠীর মহিলাদের। স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের আত্মনির্ভরতার লক্ষ্যে খুশি রাজ্য সরকারের প্রতিনিধিরাও।
KOUSHIK ADHIKARY