TRENDING:

Murshidabad News: বাইকের সামনে পটকা ফেলা নিয়ে উত্তেজনা, ডোমকলে বোমাবাজি

Last Updated:

পঞ্চায়েত সমিতির মিটিং শেষ করে বাড়ি ফেরার সময় বাইকের সামনে পটকা ফেলার অভিযোগ ওঠে স্থানীয় কয়েকজন যুবকের বিরুদ্ধে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুর্শিদাবাদ: বাইকের সামনে পটকা ফেলাকে কেন্দ্র করে বোমাবাজি ডোমকলে। ইট-পাটকেল, লাঠি নিয়ে দু’পক্ষ একে অপরের উপর ঝাঁপিয়ে পড়ে। এতে দু’পক্ষের ৬ জন আহত হয়। পরে বোমা ও গুলি ছোড়ার অভিযোগও উঠেছে।
advertisement

মঙ্গলবার রাতে পঞ্চায়েত সমিতির মিটিং শেষ করে বাড়ি ফেরার সময় বাইকের সামনে পটকা ফেলার অভিযোগ ওঠে স্থানীয় কয়েকজন যুবকের বিরুদ্ধে। এরপরই শুরু হয় বাকবিতণ্ডা। এই ঘটনাকে কেন্দ্র করে মুর্শিদাবাদের ডোমকলের জুগিন্দা মিঞা খাঁ পাড়ায় সংঘর্ষ বেঁধে যায়। এলাকাবাসীর একাংশের অভিযোগ, এটা শাসকদলের দুই গোষ্ঠীর লড়াই।

আরও পড়ুন: জমি বিবাদকে কেন্দ্র করে মারামারি, মৃত্যু বৃদ্ধের

advertisement

এই ঘটনায় জখম হয়েছেন শাসকদলের বুথ সভাপতি ছাড়াও আরও পাঁচজন। আহত বুথ সভাপতির নাম মইদুল মণ্ডল (৩৭)। তাঁর পক্ষের সফিকুল মণ্ডল (৫০), ফজরুদ্দিন শেখ (৩৯) আহত হন। অপর পক্ষের রবিউল ইসলাম (৩৫), উরফান মণ্ডল (৪৫) এবং মতিউর রহমান (৩৭) আহত হয়েছেন।

View More

ঘটনার পর আহতদের সকলকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় ডোমকল সুপার স্পেশালিটি হাসপাতালে। আহতদের মধ্যে তিনজন ১১ নম্বর অঞ্চলের সদস্য ইয়ারুল ইসলামের ঘনিষ্ঠ। অপর তিনজন ব্লক সভাপতি হাজিকুল ইসলামের শিবিরের বলে জানা গিয়েছে। ঐ ঘটনার পর হাসপাতালে ছুটে আসেন ব্লক সভাপতি হাজিকুল ইসলাম। খবর পেয়ে ঘটনাস্থলে আসে ডোমকল থানার পুলিশ। যদিও এই ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

কৌশিক অধিকারী

বাংলা খবর/ খবর/মুর্শিদাবাদ/
Murshidabad News: বাইকের সামনে পটকা ফেলা নিয়ে উত্তেজনা, ডোমকলে বোমাবাজি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল