TRENDING:

Murshidabad News: খুদেদের নিয়ে বিজ্ঞানমেলা! নজর কাড়ল তাদের তৈরি দূরবীন

Last Updated:

মুর্শিদাবাদের হরিহরপাড়াতে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের উদ্যোগে আয়োজন করা হয় বিজ্ঞান প্রদর্শনী।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুর্শিদাবাদ: মুর্শিদাবাদের হরিহরপাড়াতে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের উদ্যোগে আয়োজন করা হয় বিজ্ঞান প্রদর্শনী। ছোট খুদেদের হাতে বানানো দূরবীন, পিরামিড কিংবা আগ্নেয়গিরির রেপ্লিকা ছিল সেখানে। মূলত হরিহরপাড়াতে বিজ্ঞান ও হস্তশিল্প মেলার আয়োজন করা হয়। স্কুল প্রাঙ্গনে ছাত্রছাত্রীরা নিজে হাতে তৈরি করা জিনিসপত্র প্রদর্শন করে।
advertisement

পড়াশোনার পাশাপাশি ছাত্র-ছাত্রীদের মধ্যে বিজ্ঞান চেতনা ও হাতের কাজের মান বাড়ানোর জন্যই এই মেলার আয়োজন। খুদে পড়ুয়াদের হাতের কাজ তারা নিজেরাই প্রদর্শন করছে। আর এই মেলা দেখতে ভিড় জমান এলাকার মানুষ জনেরা। খুদে পড়ুয়াদের মধ্যে উৎসাহও ছিল চোখে পড়ার মত।

আরও পড়ুন: এমন চমক কোথাও দেখেননি, দমদমের এই পুজোতে গেলে খুঁজে পাবেন নিজেকে! রহস্যটা কী?

advertisement

মূলত, বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা নিজে হাতে তৈরি হস্তশিল্প এই মেলায় প্রদর্শন করেন। শুধু প্রদর্শনই না তার পাশিপাশি জানায় তার ইতিহাস ও বিজ্ঞান। পড়ুয়াদের পড়াশোনার পাশাপাশি বিজ্ঞান ও হস্তশিল্পে উৎসাহ দিতে শিক্ষক-শিক্ষিকারাও এদিন সামিল হন। এই উদ্যোগে খুশি অভিভাবক থেকে শিক্ষক-শিক্ষিকা পড়ুয়া সকলেই।

আরও পড়ুন: কুমোরটুলি এবার হুগলিতে! আজব কাণ্ড! কলকাতা-জেলা মিলেমিশে একাকার এবারের পুজোয়

advertisement

এর ফলে সমস্ত বাচ্চাদের আগ্রহ বাড়বে এবং শিল্পের সঙ্গে তাদের পরিচয় বাড়বে। স্কুলের সেক্রেটারি মীর মইনুদ্দিন জানান, এই মেলার আয়োজন করার কারণ ছাত্র-ছাত্রীরা যাতে হাতে-কলমে কাজ শিখতে পারে।

কৌশিক অধিকারী

বাংলা খবর/ খবর/মুর্শিদাবাদ/
Murshidabad News: খুদেদের নিয়ে বিজ্ঞানমেলা! নজর কাড়ল তাদের তৈরি দূরবীন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল