এদিকে, মহিলারাও ধীরে ধীরে স্বনির্ভর হওয়ার চেষ্টা করছেন। নিজের পায়ে দাঁড়িয়ে আর্থিক রোজগার করে সংসারের হাল ধরতে চাইছেন তাঁরা। এই অবস্থায় মহিলাদেরই অতি প্রয়োজনীয় স্যানিটারি ন্যাপকিন তৈরির মাধ্যমে মহিলাদের নিজের পায়ে দাঁড়ানোর পথ করে দিল মুর্শিদাবাদের খড়গ্রামের কান্দুরী ওম্যান হেল্প কেয়ার স্বনির্ভর গোষ্ঠী। তাদের সেখানে স্যানিটারি ন্যাপকিন তৈরি মেশিনের উদ্বোধন হল। সেই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খড়গ্রাম ব্লকের বিডিও বাপি ধর সহ বহু বিশিষ্ট ব্যক্তি।
advertisement
আরও পড়ুন: টিউবওয়েল খারাপ, তাই খালের জল খেয়ে দিন কাটাচ্ছেন গ্রামবাসীরা! ভয়ঙ্কর ঘটনা মুর্শিদাবাদে
মাস কয়েক আগে কান্দুরী ওম্যান হেল্প কেয়ার স্বনির্ভর গোষ্ঠী তৈরি হয়। এই স্বনির্ভর গোষ্ঠীটি গড়ে ওঠে এলাকারই গ্রামীণ মহিলাদের নিয়ে। এই স্বনির্ভর গোষ্ঠীর পক্ষ থেকে জানানো হয়েছে, তাঁদের সদস্যরা স্যানিটারি ন্যাপকিন তৈরি করে যেমন নিজেরা স্বনির্ভর হবেন তেমনই অল্প মূল্যে অন্য স্বনির্ভর গোষ্ঠীকেও এই ন্যাপকিন বিক্রি করা হবে। এই উদ্যোগে খুশি সকলেই। পাশাপাশি এও জানানো হয়েছে, এই ন্যাপকিন ভেন্ডিং মেশিনের ফলে মহিলারা নিজেরাই সেনেটারি ন্যাপকিন বানিয়ে বিক্রি করতে পারবেন। তার সঙ্গে নিজদের শরীর সম্পর্কে সচেতনতা লাভও করবেন।
গ্রামের প্রত্যন্ত এলাকার মা-কাকিমা-ঠাকুমাদের আমল থেকে ঋতুস্রাবের সময় ছেঁড়া কাপড় ব্যবহারের রীতি প্রচলিত। মহিলারা যাতে বাধ্যতামূলকভাবে স্যানিটারি ন্যাপকিন ব্যবহার করেন তার জন্য সরকারি এবং বেসরকারি উদ্যোগে প্রচার চলে। তবু গ্রামীণ এলাকায় কাপড় ব্যবহার করে অনেকেই, ফলে এই অভ্যাস বজায় থাকলে বড়সড় বিপদের সম্ভাবনা আছে। এই বিষয়ে বিশেষজ্ঞদের মত, মহিলারা নিজে থেকে যত সচেতন হবেন ততই মঙ্গল।
কৌশিক অধিকারী