Murshidabad News: টিউবওয়েল খারাপ, তাই খালের জল খেয়ে দিন কাটাচ্ছেন গ্রামবাসীরা! ভয়ঙ্কর ঘটনা মুর্শিদাবাদে
- Published by:Ananya Chakraborty
- news18 bangla
Last Updated:
গ্রামে পরিশ্রুত পানীয় জলের আর কোনও সোর্স নেই। প্রশাসনেরও গা ছাড়া মনোভাব। তাই বাধ্য হয়ে খালের দূষিত জল পান করে বেঁচে থাকছে এখানকার মানুষ!
#মুর্শিদাবাদ: টিউবওয়েল বা জলের ট্যাঙ্ক কিছুই নেই গ্রামে। তাই বাধ্য হয়ে ফিডার ক্যানেলের জল পান করে বেঁচে থাকছে মানুষ! দূরের কোথাও নয়, এই বাংলারই মুর্শিদাবাদ জেলার ঘটনা। এদিকে সামনেই পঞ্চায়েত নির্বাচন। মানে আবার একটা ভোট এসে গেল। আসলে ভোট আসে, ভোট যায় কিন্তু সমস্যার আর সমাধান হয় না। ফারাক্কার বলিদাপুকুর গ্রামের মানুষের অবস্থা ঠিক তাই। তাঁদের দীর্ঘদিনের জল কষ্টের সমস্যারও যেন কোনও সমাধানই নেই!
গ্রামে রয়েছে মাত্র দুটি টিউবওয়েল। এদিকে দীর্ঘদিন ধরেই সেই টিউবওয়েলগুলো নষ্ট হয়ে পড়ে আছে। এর বিকল্প হিসেবে জল ট্যাঙ্ক বা অন্য কোনও উপায়ে পরিশ্রুত পানীয় জল সরবরাহ হয় না। ফলে খাবার জল হোক বা স্মান করার জল, সবকিছুতেই একমাত্র ভরসা বাড়ির পাশ দিয়ে বয়ে যাওয়া ফিডার ক্যানেলের জল। হ্যাঁ, এমনই করুন দৃশ্য দেখা গেল মুর্শিদাবাদের ফারাক্কা থানার মহাদেবনগর পঞ্চায়েতের বলিদাপুকুর গ্রামে গিয়ে। প্রশাসনিক অবহেলার জেরে দীর্ঘদিন ধরে ফিডার ক্যানেলের জল পান করেই বেঁচে আছেন এখানকার গ্রামবাসীরা। বারবার প্রসাসনকে জানানোর পরেও কোনরকম ব্যবস্থা গ্রহণ করা হয়নি।
advertisement
advertisement
যে ফিডার ক্যানেলের জল আর পাঁচটা সাধারণ মানুষ ঘেন্নায়, ভয়ে ছুঁয়ে দেখবে না তাই পান করতে বাধ্য হচ্ছেন বলিদাপুকুর গ্রামের মানুষ। এ কোন সমাজে বাস করছি আমরা!
এই গ্রামে কয়েক হাজার মানুষের বসবাস। টিউবওয়েল আসার আগে এখানকার মানুষ ইঁদারার জল পান করত। কিন্তু টিউবওয়েল চলে আসার পর সেই সব ইঁদারা পরিত্যক্ত হয়ে যায়। ফলে টিউবওয়েলও নষ্ট হয়ে যাওয়ার পর গ্রামে পরিশ্রুত পানীয় জলের আর কোনও সূত্র নেই। ফলে তীব্র জল কষ্টে পড়ে ফিডার ক্যানেলের জলই পান করতে বাধ্য হচ্ছেন এখানকার মানুষ।
advertisement
এই বিষয়টিতে স্বাভাবিকভাবেই প্রবল ক্ষুব্ধ গ্রামবাসীরা। এদিকে এই বিষয়ে মহাদেবনগর পঞ্চায়েতের প্রধান আব্দুল বারিক শেখ জানান, এলাকার মাটির নীচে পাথর থাকায় টিউবওয়েল বসাতে সমস্যা হচ্ছে। তাই এমন অবস্থা। তিনি দ্রুত সমস্যার সমাধানের আশ্বাস দেন। এদিকে সামনেই পঞ্চায়েত নির্বাচন। তার আগে আদৌ সমস্যা মিটবে কিনা সেই বিষয়ে সংশয়ে আছেন এলাকার মানুষ।
advertisement
কৌশিক অধিকারী
Location :
Kolkata,West Bengal
First Published :
January 07, 2023 1:16 PM IST
বাংলা খবর/ খবর/মুর্শিদাবাদ/
Murshidabad News: টিউবওয়েল খারাপ, তাই খালের জল খেয়ে দিন কাটাচ্ছেন গ্রামবাসীরা! ভয়ঙ্কর ঘটনা মুর্শিদাবাদে