শীতের মরশুমের মুর্শিদাবাদ জেলার বহরমপুর-সহ জেলার অন্যান্য বাজারে প্রচুর পরিমাণে আমদানি হচ্ছে নাগপুর কমলালেবু। গত বছর গুলির মতো এবারও কমলালেবু দেখা গেল না বাজারে।
আরও পড়ুন: লালন শেখের অস্বাভাবিক মৃত্যু মামলায় বগটুই কাণ্ডের আরেক অভিযুক্ত জাহাঙ্গীরের বয়ান রেকর্ড
এবছর দার্জিলিংয়ের কমলালেবুর ফলন কমেছে অনেকটাই। ফলে নাগপুর কমলালেবুর চাহিদা তুঙ্গে। বিক্রি হচ্ছে ৭ থেকে ৮ টাকায়। একদিকে শীতকালে যেমন বিভিন্ন প্রকারের তরিতরকারি বাজারে হাজির, অন্যদিকে শীতকালের রকমারি ফলও সমান জায়গা নিয়েছে। এরই মাঝে কমলালেবুর জায়গা অভিন্ন।
advertisement
আরও পড়ুন: কাকদ্বীপে স্ত্রীকে খুন, মুখে অ্যাসিড, অভিযুক্তের যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ
শীতের পিকনিক, স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, বা বাড়ির ছাদে রোদ পোহানোর ফাঁকে এর উপস্থিতি এক রকম আবশ্যিক, সেই কমলা লেবু। যা নভেম্বর থেকেই জায়গা করে নেয় পর্যটক থেকে স্থানীয় বাসিন্দাদের মনে। তবে এই বছর জায়গা করে নিয়েছে নাগপুর কমলালেবু। মুর্শিদাবাদ জেলার সদর বহরমপুর থেকে রঘুনাথগঞ্জ জঙ্গিপুর সর্বত্র বিক্রি বেড়েছে নাগপুর কমলালেবুর। শীতের মরশুমে কমলালেবু খেয়ে তৃপ্তি পাচ্ছেন ক্রেতারা। লেবু বিক্রি করেও লাভবান হচ্ছেন বিক্রেতারা।
কৌশিক অধিকারী