কাকদ্বীপে স্ত্রীকে খুন, মুখে অ্যাসিড, অভিযুক্তের যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ
- Published by:Rukmini Mazumder
- news18 bangla
Last Updated:
স্ত্রীকে খুন করে মুখে আ্যসিড মেরে প্রমাণ লোপাটের চেষ্টা করায় অভিযুক্তকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল কাকদ্বীপ মহাকুমা আদালত।
#কাকদ্বীপ : স্ত্রীকে খুন করে মুখে আ্যসিড মেরে প্রমাণ লোপাটের চেষ্টা করায় অভিযুক্তকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল কাকদ্বীপ মহাকুমা আদালত। অভিযুক্তের নাম চন্দন নায়েক। ২০১৭ সালে গঙ্গাধরপুর ব্রিজের নীচ থেকে উদ্ধার হয় এক মহিলার ঝুলন্ত মৃতদেহ। স্থানীয় মৎস্যজীবীরা প্রথম এই মৃতদেহ দেখতে পেয়ে থানায় খবর দেন। এরপর পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে। মৃতদেহ উদ্ধারের সময় ওই মহিলার মুখ ঝলসানো অবস্থায় ছিল। পরে জানা যায় ওই মহিলার মুখে আ্যসিড মারা হয়েছিল।
ঘটনার তদন্তে নেমে পুলিশ জানতে পারে মৃতার নাম সুমনা নায়েক। জানা যায়, প্রাথমিকাবে মহিলার সঙ্গে তাঁর স্বামীর সম্পর্ক ভাল-ই ছিল। দু'জনের প্রেম করেই বিয়ে হয়। এরমধ্যেই আর্থিক সংকটে ডুবতে থাকে চন্দন নায়েক। বাইরে কাজে যাওয়ার পরিকল্পনাও করছিল সে। সে'জন্য স্ত্রীকে বাপেরবাড়িতে পাঠিয়ে দেয় চন্দন। এরমধ্যেই হঠাৎ স্ত্রীকে ডায়মন্ডহারবারে ডেকে আনে। এরপর সেখান থেকে কাকদ্বীপে নিয়ে যায়। এরপর খুন করে স্ত্রীকে। এই ঘটনায় সাজা শোনায় আদালত। ধৃত চন্দনকে যাবজ্জীবন কারাদন্ডের নির্দেশ দেয় আদালত। সঙ্গে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে জেল হেফাজতের মেয়াদ বৃদ্ধির নির্দেশ দিয়েছে আদালত।
advertisement
নবাব মল্লিক
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
December 15, 2022 7:21 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
কাকদ্বীপে স্ত্রীকে খুন, মুখে অ্যাসিড, অভিযুক্তের যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ