রঘুনাথগঞ্জ-২ ব্লক অফিসে সাধারণ মানুষের সুবিধার্থে এলাকার দশটি গ্রাম পঞ্চায়েতের আবাস যোজনার চূড়ান্ত লিস্ট টাঙিয়ে দেওয়া হয়েছে। সেইসঙ্গে একটি কমপ্লেন বক্স-ও রাখা হয়েছে, যাতে আবাস যোজনার বাড়ি নিয়ে কোনও অভিযোগ থাকলে তিনি সেখানে জানাতে পারেন। মুর্শিদাবাদ জেলার মধ্যে রঘুনাথগঞ্জ-২ ব্লক প্রথম এমন পদক্ষেপ গ্রহণ করল। এতে সাধারণ মানুষের সুবিধা হবে বলেই মনে করছেন শুভবুদ্ধিসম্পন্নরা।
advertisement
আরও পড়ুন: অনুষ্ঠানের আমন্ত্রণপত্রে সাংসদ-বিধায়কের নাম নেই, প্রতিবাদে স্কুলের বিরুদ্ধে পোস্টার
এই বিষয়ে রঘুনাথগঞ্জ-২ এর জয়েন্ট বিডিও পার্থসারথি ঘটক বলেন, মূলত আবাস যোজনা নিয়ে বিক্ষোভ চলছে। এই কারণেই আমরা বিডিওর নির্দেশে চূড়ান্ত তালিকা জনগণের উদ্দেশ্যে টাঙিয়ে দিলাম। পুলিশ এবং প্রশাসন তাদের মত করে তদন্তের কাজ এখনও চালাচ্ছে। কিন্তু এই লিস্ট থাকার ফলে সাধারণ মানুষের কোনও অভিযোগ থাকলে তারাও এবার সেটা কমপ্লেন বক্সে জানিয়ে যেতে পারবে। তারপর সব দিক খতিয়ে দেখে আমরা সর্বশেষ ফাইনাল লিস্ট বের করব। তারপরই সবাইকে টাকা দেওয়া হবে। দুর্নীতি ঠেকাতে এবং মানুষের ক্ষোভকে মান্যতা দিয়েই বিডিওর নির্দেশে এই কাজ করা হয়েছে বলে জানিয়েছে ব্লক প্রশাসন।
কৌশিক অধিকারী