Road Accident: সবজি কিনতে বেরিয়ে সব শেষ! মুর্শিদাবাদে পথ দুর্ঘটনায় বাইক আরোহীর মৃত্যু, মাথায় হেলমেট থাকলেও বাঁচল না প্রাণ

Last Updated:

Road Accident: স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, মাথায় হেলমেট থাকলেও দ্রুত গতিতে আসা একটি বাস ধাক্কা দিলে ছিটকে পড়ে যান নাসিরুদ্দিন। হাসপাতালে নিয়ে গেলেও শেষরক্ষা হয়নি।

সাগরদিঘি থানা
সাগরদিঘি থানা
মুর্শিদাবাদ, তন্ময় মন্ডলঃ উৎসবের আবহে মুর্শিদাবাদ ঘটে গেল ভয়াবহ পথ দুর্ঘটনা। সবজি কিনতে গিয়ে আর বাড়ি ফেরা হল না। দুর্ঘটনায় মৃত্যু হল এক মোটরবাইক আরোহীর। বুধবার মুর্শিদাবাদের সাগরদিঘি থানার রতনপুর ১২ নং জাতীয় সড়কে ঘটনাটি ঘটেছে। পুলিশ জানিয়েছে মৃতের নাম নাসিরুদ্দিন শেখ। বাড়ি সাগরদিঘি থানার জালবান্ধায়।
জানা যাচ্ছে, জালবান্ধা থেকে মোটরবাইকে রতনপুর এলাকায় সবজি কিনতে যাচ্ছিলেন নাসিরুদ্দিন। কিন্তু রতনপুরের ১২ নং জাতীয় সড়ক অতিক্রম করতে গিয়ে দ্রুতগতিতে আসা একটি বাসের সঙ্গে বাইকের সংঘর্ষ হয়। এর ফলে ছিটকে পড়ে যান তিনি। তড়িঘড়ি উদ্ধার করে তাঁকে সাগরদিঘি সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু শেষরক্ষা হয়নি।
আরও পড়ুনঃ মাছ ধরতে গিয়ে নৃশংস পরিণতি দশ বছরের শিশুর! ঝোপের মধ্যে যা মিলল, দেখে চক্ষু চড়কগাছ সকলের! মুর্শিদাবাদে বীভৎস ঘটনা
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, মাথায় হেলমেট থাকলেও দ্রুত গতিতে আসা একটি বাসের ধাক্কায় ছিটকে পড়ে যান নাসিরুদ্দিন। বিকট শব্দে এলাকায় উত্তেজনা তৈরি হয়। স্থানীয় বাসিন্দারা তড়িঘড়ি ছুটে আসেন। তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষরক্ষা হয়নি। চিকিৎসকেরা ওই ব্যক্তিকে মৃত বলে ঘোষণা করেন।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
জানা যাচ্ছে, পরিবারের অন্যতম রোজগেরে পুরুষ ছিলেন নাসিরুদ্দিন। সবজি আনতে গিয়ে তাঁর সঙ্গে এমন ঘটনা ঘটে যাবে তা কল্পনাও করতে পারেননি পরিবারের সদস্যরা। বুধবার দুপুরে জঙ্গিপুর মহকুমা হাসপাতালের মর্গে ময়নাতদন্তের পর মৃতদেহ পরিবারের সদস্যদের হাতে তুলে দেওয়া হবে বলে জানা গিয়েছে। ঘটনার পর এলাকায় উত্তেজনা তৈরি হয়।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Road Accident: সবজি কিনতে বেরিয়ে সব শেষ! মুর্শিদাবাদে পথ দুর্ঘটনায় বাইক আরোহীর মৃত্যু, মাথায় হেলমেট থাকলেও বাঁচল না প্রাণ
Next Article
advertisement
West Bengal Weather Update: সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ ! সপ্তাহান্তে বঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা
সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ ! সপ্তাহান্তে বঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা
  • সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ !

  • সপ্তাহান্তে বঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা

  • তবে আগামী দু’দিন রাজ্যে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই

VIEW MORE
advertisement
advertisement