Murshidabad News: মাছ ধরতে গিয়ে নৃশংস পরিণতি দশ বছরের শিশুর! ঝোপের মধ্যে যা মিলল, দেখে চক্ষু চড়কগাছ সকলের! মুর্শিদাবাদে বীভৎস ঘটনা

Last Updated:

Murshidabad News: পুলিশ জানিয়েছে মৃত কিশোরের নাম রায়হান সেখ, বয়স মাত্র দশ বছর।

সালারে তদন্তে পুলিশ। 
সালারে তদন্তে পুলিশ। 
সালার, কৌশিক অধিকারী: সামান্য মাছ ধরাকে কেন্দ্র করে বিবাদ! দশ বছরের শিশুর নৃশংস পরিণতি ঘটল মুর্শিদাবাদের সালারে। মুর্শিদাবাদ জেলার সালার থানার খাঁড়েরা গ্রামের তেঁতুলতলায় ঘটেছে এই নৃশংস হত্যাকাণ্ড। পুলিশ জানিয়েছে মৃত কিশোরের নাম রায়হান সেখ, বয়স মাত্র দশ বছর।
জানা গিয়েছে, মঙ্গলবার দুপুর দু’টো নাগাদ মাছ ধরতে বেরিয়েছিল রায়হান। তারপর থেকেই সে নিখোঁজ ছিল। পরিবার ও স্থানীয়রা রাতভর খোঁজাখুঁজি করেও কোনও সন্ধান পাননি।
বুধবার দুপুরে স্থানীয় কিছু মানুষ একটি ঝোপের ধারে পড়ে থাকতে দেখেন রায়হানের দেহ, পাশে পড়ে ছিল মাছ ধরার ছিপও। খবর পেয়ে সালার থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে সমগ্র এলাকায়। ক্ষোভে ফেটে পড়েন গ্রামের বাসিন্দারা।
advertisement
advertisement
রায়হানের মায়ের অভিযোগ, মাছ ধরতে ভালবাসত সে। মঙ্গলবার দুপুরের দিকে মাছ ধরতে গিয়েই ছেলেকে খুন করা হয়েছে। “মাছ ধরাকে কেন্দ্র করেই আমার ছেলেকে মেরে ফেলা হয়েছে,” দাবি পরিবারের। এই ঘটনার পর ঘটনাস্থলে পৌঁছায় কান্দি মহকুমার পুলিশ আধিকারিক, কান্দি থানার আইসি ও সালার থানার পুলিশ। ঘটনার পর পুরো এলাকা পুলিশ মোতায়েন করে রাখা হয়।
advertisement
রায়হানের বাবা জানান, “আমার ছেলের বিচার কি আমরা পাব? পুলিশ কি সত্যিই দোষীদের ধরবে?” সত্যিই পুলিশ কি দোষীদের শাস্তি দিতে পারবে নাকি আবার কোন রাজনৈতিক বেড়াজাল থমকে দেবে। পুলিশ জানিয়েছে, আমরা ঘটনার তদন্ত শুরু করেছি। জিজ্ঞাসাবাদের জন্য বেশ কয়েকজনকে আটক করা হয়েছে। দেহ উদ্ধার করে ময়না তদন্তের ফরেন্সিকে পাঠানো হয়েছে । সমগ্র ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Murshidabad News: মাছ ধরতে গিয়ে নৃশংস পরিণতি দশ বছরের শিশুর! ঝোপের মধ্যে যা মিলল, দেখে চক্ষু চড়কগাছ সকলের! মুর্শিদাবাদে বীভৎস ঘটনা
Next Article
advertisement
West Bengal Weather Update: সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ ! সপ্তাহান্তে বঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা
সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ ! সপ্তাহান্তে বঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা
  • সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ !

  • সপ্তাহান্তে বঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা

  • তবে আগামী দু’দিন রাজ্যে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই

VIEW MORE
advertisement
advertisement