জানা যাচ্ছে, জালবান্ধা থেকে মোটরবাইকে রতনপুর এলাকায় সবজি কিনতে যাচ্ছিলেন নাসিরুদ্দিন। কিন্তু রতনপুরের ১২ নং জাতীয় সড়ক অতিক্রম করতে গিয়ে দ্রুতগতিতে আসা একটি বাসের সঙ্গে বাইকের সংঘর্ষ হয়। এর ফলে ছিটকে পড়ে যান তিনি। তড়িঘড়ি উদ্ধার করে তাঁকে সাগরদিঘি সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু শেষরক্ষা হয়নি।
advertisement
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, মাথায় হেলমেট থাকলেও দ্রুত গতিতে আসা একটি বাসের ধাক্কায় ছিটকে পড়ে যান নাসিরুদ্দিন। বিকট শব্দে এলাকায় উত্তেজনা তৈরি হয়। স্থানীয় বাসিন্দারা তড়িঘড়ি ছুটে আসেন। তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষরক্ষা হয়নি। চিকিৎসকেরা ওই ব্যক্তিকে মৃত বলে ঘোষণা করেন।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
জানা যাচ্ছে, পরিবারের অন্যতম রোজগেরে পুরুষ ছিলেন নাসিরুদ্দিন। সবজি আনতে গিয়ে তাঁর সঙ্গে এমন ঘটনা ঘটে যাবে তা কল্পনাও করতে পারেননি পরিবারের সদস্যরা। বুধবার দুপুরে জঙ্গিপুর মহকুমা হাসপাতালের মর্গে ময়নাতদন্তের পর মৃতদেহ পরিবারের সদস্যদের হাতে তুলে দেওয়া হবে বলে জানা গিয়েছে। ঘটনার পর এলাকায় উত্তেজনা তৈরি হয়।