Recruitment news: রাজ্যের একটি জেলায় স্কুলে কাজের সুযোগ! দেরি না করে আবেদন করুন আজই
- Reported by:Koushik Adhikary
- hyperlocal
- Published by:Ratnadeep Ray
Last Updated:
Recruitment news: মুর্শিদাবাদে চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হল। মুর্শিদাবাদ জেলার নবগ্রাম ব্লকের বাসিন্দাদের জন্য সুখবর। মুর্শিদাবাদ জেলার নবগ্রাম ব্লকের নেহরুনগর এসটি গার্লস আশ্রম হোস্টেলে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
মুর্শিদাবাদ: মুর্শিদাবাদে চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হল। মুর্শিদাবাদ জেলার নবগ্রাম ব্লকের বাসিন্দাদের জন্য সুখবর। মুর্শিদাবাদ জেলার নবগ্রাম ব্লকের নেহরুনগর এসটি গার্লস আশ্রম হোস্টেলে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। শুধুমাত্র মুর্শিদাবাদ জেলার নবগ্রাম ব্লকের স্থায়ী বাসিন্দারাই আবেদন করতে পারবেন। শুধুমাত্র মহিলারা আবেদন করতে পারবেন। সুপারিন্টেন্ডেন্ট, কুক ও হেল্পার পদে নিয়োগ করা হবে।
মুর্শিদাবাদ জেলা প্রশাসনের পক্ষ থেকে নেহরুনগর এসটি গার্লস আশ্রম হোস্টেল, নবগ্রাম-এ অস্থায়ী ও চুক্তিভিত্তিক বিভিন্ন পদে কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এই নিয়োগ হবে ট্রাইবাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট, পশ্চিমবঙ্গ সরকার-এর অধীনে।
advertisement
advertisement
সুপারিন্টেনডেন্ট পদে লিখিত পরীক্ষা নেওয়া হবে, যেখানে ইংরেজি, বাংলা, সাধারণ জ্ঞান ও অঙ্ক বিষয়ে এমসিকিউ প্রশ্ন থাকবে। কুক ও হেল্পার পদে শুধুমাত্র মৌখিক পরীক্ষা নেওয়া হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের পরবর্তী ধাপে মৌখিক পরীক্ষার জন্য ডাকা হবে। চূড়ান্ত মেধাতালিকা প্রস্তুত করা হবে লিখিত পরীক্ষা ও ভাইভা ভোসে প্রাপ্ত মোট নম্বরের ভিত্তিতে যথাযথ ক্ষেত্রে।
advertisement
কোনও প্রার্থীকে পরীক্ষার জন্য টিএ/ডিএ প্রদান করা হবে না।
সুপারিন্টেন্ডেন্টঃ শূন্যপদ: ০১। বয়সসীমা (০১.০১.২০২৫ অনুযায়ী): ২১-৪০ বছর। শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক। বেতন: প্রতি মাসে ১০,০০০ টাকা।
রান্নার কুকঃ শূন্যপদ: ০১টি। বয়সসীমা: ২১-৪০ বছর। শিক্ষাগত যোগ্যতা: অষ্টম শ্রেণি উত্তীর্ণ, এবং বাংলায় পড়তে, লিখতে ও বলতে সক্ষম। বেতন: প্রতি মাসে ৭,০০০ টাকা।
advertisement
হেল্পারঃ শূন্যপদ: ০১। বয়সসীমা: ২১-৪০ বছর। শিক্ষাগত যোগ্যতা: অষ্টম শ্রেণি উত্তীর্ণ, এবং বাংলায় পড়তে, লিখতে ও বলতে সক্ষম। বেতন: প্রতি মাসে ৫,০০০ টাকা।
আবেদন পদ্ধতি: অফলাইন (পোস্ট বা ড্রপ বক্সে জমা দিতে হবে)। আবেদন শুরু: ২৯.১০.২০২৫। আবেদনের শেষ তারিখ: ১২.১১.২০২৫। আবেদন জমা দেওয়ার স্থান: রুম নং – ৩১৩, নিউ অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং, বহরমপুর, মুর্শিদাবাদ।
advertisement
এছাড়াও মনে রাখতে হবে আবেদনকারীকে আবেদনপত্রের খামে “Name of the Post Applied For” স্পষ্টভাবে লিখতে হবে।
আবেদনপত্র পাঠাতে হবে এই ঠিকানায়:
The PO-cum-DWO, BCW & TD, Room No. 313, New Administrative Building, Berhampore, Murshidabad.
আবেদনের সঙ্গে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, আধারকার্ড, ভোটার কারাটের জেরক্স জমা দিতে হবে। এছাড়াও সুপারিন্টেন্ডেন্ট পদের জন্য স্নাতক সম্পন্ন সার্টিফিকেট জমা দিতে হবে।
view commentsLocation :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
Oct 22, 2025 11:34 PM IST







