আরও পড়ুন: পুলিশি সহায়তায় শেষমেশ ঘরে ফিরল নিখোঁজ ছেলে, মুখে হাসি পরিবারের
মুর্শিদাবাদের ডোমকল সুপার স্পেশালিটি হাসপাতালের পরিবেশ এতটাই অস্বাস্থ্যকর হয়ে উঠেছে যে দুর্গন্ধে টিকতে পারছেন না রোগী ও তাঁদের পরিজনরা। একদিকে নোংরা জল জমা হয়ে থাকায় হাসপাতাল চত্বরে মশার উপদ্রবও বেড়েছে। ফলে একটা রোগের চিকিৎসা করতে এসে অন্য অসুখে আক্রান্ত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে রোগীদের মধ্যে। সন্ধে হলে হাসপাতাল চত্বরে বসা যায় না। ঝাঁকে ঝাঁকে মশার আক্রমণে অস্থির হয়ে ওঠেন সবাই। এই ঘটনায় ক্ষুদ্ধ রোগীর আত্মীয় থেকে গাড়ি চালক সকলেই। চাইছেন দ্রুত পরিষ্কার করা হোক হাসপাতাল চত্বর।
advertisement
এদিকে ম্যানহোল বন্ধ থাকায় একটু বৃষ্টি হলেই জল জমছে হাসপাতালের ভিতর। রাজ্য সরকার ডেঙ্গু প্রতিরোধে সচেতনতার প্রচার করতে কোটি কোটি টাকা খরচ করছে। সেখানে সরকারি হাসপাতাল চত্বরে জমা জলে অবাধে মশার চাষ হওয়ায় স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে। যদিও এই বিষয়ে কোনও মন্তব্য করতে চাননি ডোমকল সুপার স্পেশালিটি হাসপাতালের সুপার হুমায়ন কবির।
কৌশিক অধিকারী