South 24 Parganas News: পুলিশি সহায়তায় শেষমেশ ঘরে ফিরল নিখোঁজ ছেলে, মুখে হাসি পরিবারের
- Published by:Riya Das
- news18 bangla
- Reported by:SUMAN SAHA
Last Updated:
South 24 Parganas News: জয়নগর থেকে নিখোঁজ হওয়া একটি ছেলে উদ্ধার হল পূর্ব বর্ধমান জেলার আসানসোল থেকে। খুশি পরিবারের সদস্যরা।
জয়নগর : আবারও পুলিশের তৎপরতায় উদ্ধার একটি ছেলে। জয়নগর থেকে নিখোঁজ হওয়া একটি ছেলে উদ্ধার হল পূর্ব বর্ধমান জেলার আসানসোল থেকে। খুশি পরিবারের সদস্যরা।আবারও পুলিশের তৎপরতায় উদ্ধার একটি ছেলে। তুলে দেওয়া হল পরিবারের হাতে। গত ২০ শে মে জয়নগর থানার উওর দূর্গাপুর গ্রাম পঞ্চায়েতের খয়রুল আলম কয়ালের ছেলে৷ বাড়ি থেকে বাজার করতে যাবার পর থেকে তাকে আর খুঁজে পাওয়া যায় না।
এদিক ওদিক বিভিন্ন আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবের বাড়িতে যোগাযোগ করে কোনও খবর না পেয়ে সোমবার জয়নগর থানার দ্বারস্থ হয় ঐ ছেলেটির বাবা। ছেলের নিখোঁজের ডায়েরি করে বাবা। আর তাঁর পরেই জয়নগর থানার আই সি রাকেশ চ্যাটার্জীর নির্দেশ মেনে তদন্তে নেমে নিজস্ব সোর্সের গুরুত্ব দিয়ে এস আই সায়ন ভট্টাচার্য মঙ্গলবার রাতে পূর্ব বর্ধমান জেলার আসানসোল থেকে ছেলেটিকে উদ্ধার করে জয়নগর থানাতে আনে জয়নগর থানার পুলিশ।
advertisement
advertisement
আর মঙ্গলবার রাতেই তুলে দেওয়া হল ছেলেটিকে বাবা, মা ও আত্মীয়ের হাতে। আর নিজেদের পরিবারের ছেলেকে ফিরে পেয়ে ছেলেটির দাদু এদিন রাতে জয়নগর থানায় দাঁড়িয়ে জয়নগর থানার পুলিশদের ধন্যবাদ জানাতে ভুললেন না।
advertisement
আর ছেলেকে ফিরে পেয়ে খুশি ছেলেটির বাবা মা। কিভাবে জয়নগর থেকে আসানসোল চলে গেল ওই ছেলেটি সে বিষয়ে তদন্ত শুরু করেছে জয়নগর থানার পুলিশ।
সুমন সাহা
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
May 25, 2023 2:48 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South 24 Parganas News: পুলিশি সহায়তায় শেষমেশ ঘরে ফিরল নিখোঁজ ছেলে, মুখে হাসি পরিবারের