তবে ছট পুজোর আগে কুমিরের দেখা মিলতেই আতঙ্কিত হয়ে পড়েন সাধারণ মানুষ থেকে মৎস্যজীবিরা। ছট পুজোর পরেই আবার কুমির দেখা মিলল সোমবার। প্রসঙ্গত উল্লেখ্য, রবিবার দুপুরে প্রথমে ফরাক্কা ব্যারেজের অন্তর্গত ১২নং গেটে একটি কুমির দেখা যায়। তারপরে ফরাক্কার ডাউন ষ্টিমের গঙ্গায় পুনরায় সেই কুমির টিকে দেখা যায় বলে স্হানীয় বাসিন্দারা সুত্রে জানা গিয়েছে।
advertisement
আরও পড়ুনঃ ছট পুজোর সকালে মালগাড়ির ধাক্কায় আহত ব্যক্তি
অন্যদিকে স্হানীয় মৎস্যজীবিরা মাছ-ধরার সময় তাদের জালে সেই কুমির আটকে গিয়ে সেই জাল ছিড়ে বেরিয়ে যায়। পাশাপাশি কুমিরের যাতে কোনও ক্ষতি না হয় তার জন্য নজরদারি চালানো হচ্ছে বলে ফরাক্কা বন দফতর সূত্রে জানা গিয়েছে। কুমিরের দেখা মিলতেই এই ঘটনার জেরে তীব্র উত্তেজনা ছড়ায় এলাকায়। স্হানীয় বাসিন্দাদের দাবি, এলাকায় কুমির দেখা যেতেই আতঙ্ক পরিবেশ সৃষ্টি হয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য, গত জুলাই মাসে নদীয়াতে উদ্ধার হয় একটি কুমির। তারপরে বনদফতরের পক্ষ থেকে, কুমির উদ্ধার করে নিয়ে আসা হয়।
আরও পড়ুনঃ প্রায় লক্ষাধিক টাকার আতশবাজী প্রদর্শনীতে মজল কান্দি
কুমির উদ্ধার করার পরে ফরাক্কাতে ৪ঠা অগাস্ট রাতে আপস্ট্রিমের গঙ্গায় এই কুমির ছেড়ে দেওয়া হয়। বন দফতর সূত্রে এও জানা গিয়েছে, এই কুমির নদীতে থাকে। তাই নদীয়াতে এই কুমির উদ্ধার করা হয়েছিল। পরে তা ফরাক্কার গঙ্গায় ছেড়ে দেওয়া হয়েছিল। তবে সেই কুমির এটাই কিনা তাও খতিয়ে দেখছে বন দফতরের আধিকারিকরা বলে জানা গিয়েছে।
Koushik Adhikary