Murshidabad News: ছট পুজোর সকালে মালগাড়ির ধাক্কায় আহত ব্যক্তি

Last Updated:

সোমবার সকালে ছট পুজোর আনন্দে মেতে উঠেছেন মুর্শিদাবাদ জেলাবাসী। আর ছট পুজোর সকালে আনন্দের মধ্যে ঘটে গেল মর্মান্তিক ঘটনা।

#মুর্শিদাবাদঃ সোমবার সকালে ছট পুজোর আনন্দে মেতে উঠেছেন মুর্শিদাবাদ জেলাবাসী। আর ছট পুজোর সকালে আনন্দের মধ্যে ঘটে গেল মর্মান্তিক ঘটনা। সোমবার ছট পুজোর সকালে মালগাড়ির ধাক্কায় গুরুতর আহত এক অজ্ঞাত পরিচিত ব্যক্তি। ঘটনাটি ঘটেছে সোমবার সকালে ফরাক্কা নিউ ফরাক্কা স্টেশন ঢুকার মুখে। ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে ছুটে যায় ফরাক্কা রেলের জিআরপিপি ও আরপিএফ। জানা গিয়েছে, মালগাড়ির ধাক্কায় গুরুতর আহত ব্যক্তিকে উদ্ধার করে ফরাক্কা বেনিয়াগ্রাম প্রাথমিক স্বাস্থ কেন্দ্রে নিয়ে যায়।
স্হানীয় বাসিন্দারা জানান, রেল লাইনের ধার দিয়ে আসার সময়ে ঝাড়খণ্ডের দুমকা এলাকার বাসিন্দা অজ্ঞাত কারণে মালদহ থেকে জঙ্গিপুর গামী মালগাড়ি ধাক্কা মারে, যার ফলে গুরুতর আহত হন ঐ অজ্ঞাত পরিচয় ব্যক্তি। আমাদের চোখে পড়তেই আমরা জিআরপিপি ও আরপিএফ কে খবর দিলে তারা ছুটে আসে এবং তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। জানা গিয়েছে, ঝাড়খণ্ডের দুমকা থেকে ফরাক্কা এসেছিলেন ছট পুজো উপলক্ষে।
advertisement
advertisement
আর রেললাইনে ধার দিয়ে পারাপার করার সময়ে এই দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিক ভাবে অনুমান জিআরপিপি ও আরপিএফের। কয়েক মাস আগেই মালগাড়ির ধাক্কায় মৃত্যুর ঘটনা ঘটে মালদহে। মালদা শহরের মালঞ্চপল্লি রেল গেটের কাছে ঘটনাটি ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মৃতের নাম বিনয় সাহা (৫০), বাড়ি মালঞ্চপল্লি এলাকায়। রেললাইন ধরেই বাজার করতে যাচ্ছিলেন ওই ব্যক্তি। সেই সময় একটি মালগাড়ি তাঁকে পেছন থেকে ধাক্কা মারে। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর।
advertisement
Koushik Adhikary
view comments
বাংলা খবর/ খবর/মুর্শিদাবাদ/
Murshidabad News: ছট পুজোর সকালে মালগাড়ির ধাক্কায় আহত ব্যক্তি
Next Article
advertisement
Cyclone Montha Update: শক্তিশালী ঘূর্ণিঝড় ‘মন্থা’-র ল্যান্ডফল কোথায়? এর প্রভাব বাংলায় কী পড়তে পারে, জেনে নিন
শক্তিশালী ঘূর্ণিঝড় ‘মন্থা’-র ল্যান্ডফল কোথায়? এর প্রভাব বাংলায় কী পড়তে পারে, জেনে নিন
  • শক্তিশালী ঘূর্ণিঝড় ‘মন্থা’-র ল্যান্ডফল কোথায়?

  • এই ঘূর্ণিঝড়ের প্রভাব পশ্চিমবঙ্গে কেমন পড়তে পারে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement