স্থানীয় সূত্রে জানা যায়, বাগানের একটি পাম্পের ঘরে বোমা বানানো হচ্ছিল। ১৭ ই জানুয়ারি রাত্রি ৯ টা নাগাদ বিস্ফোরণ ঘটে।পুলিশ সূত্রে জানা গেছে, স্থানীয় একটি বাগানের ছোট পাম্পের ঘরে এই বিস্ফোরণ হয়। বিস্ফোরণে ভেঙে যায় ওই ছোট্ট ঘরটিও। ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে পুলিশ ওই ভাঙ্গা ঘর থেকে ৭৪ টি সকেট বোমা এবং বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করে। ওই ঘটনায় জেলা পুলিশ তদন্ত শুরু করে।
advertisement
আরও পড়ুনঃ মর্মান্তিক! সামান্য জল দেওয়া নিয়ে বচসা, তার জেরেই ভাগ্নের হাতে খুন মামা!
এরপর তিন মাসের মধ্যে ৫ অভিযুক্ত গ্রেফতার হয়। তাদের জিজ্ঞাসাবাদ করে উঠে আসে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য। তথ্য প্রমাণের ভিত্তিতে বিস্ফোরণের ঘটনার প্রায় আট মাস পর কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশে এই মামলার তদন্তভার নিয়েছে জাতীয় তদন্তকারী সংস্থা। ইতিমধ্যেই দিল্লিতে অভিযোগ দায়ের হয়েছে।
আরও পড়ুনঃ সামান্য গরু বাঁধাকে কেন্দ্র করে দুই পরিবারে বোমাবাজি! উত্তপ্ত হল ফরাক্কা
গোয়েন্দা সূত্রে খবর, বেশ কিছু নিষিদ্ধ সংগঠন তাদের নেতাকর্মীরা মোট দুই রাজনৈতিক সংগঠনের আড়ালে রেখে নিজেদের কাজকর্ম চালিয়ে যাচ্ছে। মূলত মুর্শিদাবাদের ফারাক্কা, সামশেরগঞ্জ, ধুলিয়ান, বেলডাঙ্গা এই এলাকাগুলিতে কাজে লাগিয়ে একটি প্লাটফর্ম তৈরি করতে চাইছে তারা। যদিও খাগড়াগড় বিস্ফোরণ কান্ডের পর মুর্শিদাবাদের বেলডাঙা শিরোনামে উঠে আসে। তখনও এনআইএ তদন্ত শুরু করে। আবার পুনরায় এনআইএ তদন্ত শুরু করল বেলডাঙা বোমা বিস্ফোরণের ঘটনায়।
Koushik Adhikary