Murshidabad News: সামান্য গরু বাঁধাকে কেন্দ্র করে দুই পরিবারে বোমাবাজি! উত্তপ্ত হল ফরাক্কা
- Published by:Soumabrata Ghosh
Last Updated:
গরু রাখা কে কেন্দ্র করে পার্শ্ববর্তী দুই পরিবারের মধ্যে বোমাবাজির ঘটনাটি ঘটেছে রবিবার দুপুর নাগাদ মুর্শিদাবাদের ফরাক্কার ইমামনগরে। স্থানীয় সূত্রে জানাযায়, বেশ কিছুদিন ধরে পার্শ্ববর্তী দুই পরিবারের মধ্যে গরু রাখা কে কেন্দ্র করে মাঝে মধ্যে ঝামেলা হত।
#ফরাক্কাঃ গরু রাখা কে কেন্দ্র করে পার্শ্ববর্তী দুই পরিবারের মধ্যে বোমাবাজির ঘটনাটি ঘটেছে রবিবার দুপুর নাগাদ মুর্শিদাবাদের ফরাক্কার ইমামনগরে। স্থানীয় সূত্রে জানাযায়, বেশ কিছুদিন ধরে পার্শ্ববর্তী দুই পরিবারের মধ্যে গরু রাখা কে কেন্দ্র করে মাঝে মধ্যে ঝামেলা হত। আজকে দুই পরিবারের মধ্যে সেই গরু রাখাকে কেন্দ্র করে ঝামেলা শুরু হয়। তারপর দুপুর নাগাদ দুই পরিবারের মধ্যে বোমাবাজি করে বলে অভিযোগ। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে ফরাক্কা থানার আইসি দেবব্রত চক্রবর্তী ও ফরাক্কা থানার বিশাল পুলিশ বাহিনী। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
ঘটনার জেরে শুরু করে তদন্ত, তদন্ত নেমে একটি বাড়ির পিছন থেকে ৫টি তাজা বোমা উদ্ধার করে ফরাক্কা থানার পুলিশ। উভয় পক্ষের দুই জন কে আটক করে বলে ফরাক্কা থানার পুলিশ প্রশাসন সুত্রে জানা গিয়েছে। কি কারণে এই বোমাবাজির ঘটনা তাও তদন্ত শুরু করেছে ফরাক্কা থানার পুলিশ প্রশাসন। ঘটনার পর এলাকায় পরিস্থিতি থমথমে রয়েছে। ইতি মধ্যেই জঙ্গিপুর পুলিশ জেলা ও মুর্শিদাবাদ পুলিশ জেলা এলাকায় বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে উদ্ধার হয়েছে তাজা বোমা থেকে আগ্নেয়াস্ত্র।
advertisement
advertisement
তবে দুর্গাপুজো মিটে যেতেই ফের উত্তপ্ত হচ্ছে মুর্শিদাবাদ। সামান্য গরু রাখা কে কেন্দ্র এই বোমাবাজির ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায় । স্হানীয় বাসিন্দাদের অভিযোগ, শান্ত এলাকা কে অশান্ত করার চেষ্টা করা হচ্ছে অহেতুক। আমরা চাইব এই ঘটনার সঙ্গে যারা যুক্ত তাদের শাস্তি হোক, এলাকায় ফিরে আসুক শান্তি শৃঙ্খলা।
advertisement
Koushik Adhikary
view commentsLocation :
First Published :
October 10, 2022 7:47 PM IST
বাংলা খবর/ খবর/মুর্শিদাবাদ/
Murshidabad News: সামান্য গরু বাঁধাকে কেন্দ্র করে দুই পরিবারে বোমাবাজি! উত্তপ্ত হল ফরাক্কা